নাঈম, মুশফিক, মজিদের ফিফটিতে রূপগঞ্জের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2018 08:13 PM BdST Updated: 22 Feb 2018 09:10 PM BdST
নাঈম ইসলাম, মুশফিকুর রহিম ও আব্দুল মজিদের তিনটি ফিফটিতে ভর করে লড়াইয়ের পুঁজি গড়া লেজেন্ডস অব রূপগঞ্জ জয়ে ফিরেছে। ব্যাটিং ব্যর্থতায় টানা তিন জয়ের পর হেরে গেছে প্রাইম দোলেশ্বর।
Related Stories
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে ৫৫ রানে জিতেছে রূপগঞ্জ। ২৭২ রান তাড়ায় ২১৭ রানে গুটিয়ে গেছে দোলেশ্বর।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে অভিষিক্ত মোহাম্মদ নাইমের সঙ্গে ৫২ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন ছন্দে থাকা মজিদ। দ্বিতীয় উইকেটে নাঈমের সঙ্গে তার ৭৮ রানের জুটি দলকে ১ উইকেটে ১৩০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়।
টানা চতুর্থ পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা মজিদ ৭৫ বলে ফিরেন ৫৯ রান করে। তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে ৯২ রানের আরেকটি দারুণ জুটি উপহার দেন ম্যাচ সেরা নাঈম। ৯৫ বলে ৮টি চারে ৭৮ রান করে অধিনায়কের বিদায়ে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা জুটি।

৪০ রানে ৩ উইকেট নিয়ে দোলেশ্বরের সেরা বোলার আরাফাত সানি। ফরহাদ রেজা ২ উইকেট নেন ৭৫ রানে।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি দোলেশ্বরের। মন্থর ব্যাটিংয়ে ৮০ রান তুলতে প্রথম ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে দলটি। সেই ধাক্কা সামাল দিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি তারা।
শেষের দিকে শরিফউল্লাহর ৪১, সানির অপরাজিত ২৮ রান পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল। পাঁচ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পেল দলটি। সমান ম্যাচে তৃতীয় জয় পেল রূপগঞ্জ।
৪০ রানে ৪ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার মোশাররফ হোসেন। আরেক বাঁহাতি স্পিনার আসিফ হাসান ৩ উইকেট নেন ৪৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৭২/৭ (মজিদ ৫৯, নাইম ২৭, নাঈম ৭৮, মুশফিক ৬৫, নাজমুল ২১, রসুল ৮*, শরীফ ২, মোশাররফ ০, শহীদ ০*; মানিক ০/৪৯, রেজা ২/৭৫, সানি ৩/৪০, আরাফাত ১/১৮, জোহাইব ০/৫৫, শরিফউল্লাহ ০/৩২)
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৪৭.৫ ওভারে ২১৭ (ইমতিয়াজ ৩৫, লিটন ২, মাহমুদ ২০, মার্শাল ৬, ফরহাদ ১৭, রেজা ২৫, জোহাইব ২৪, শরিফউল্লাহ ৪১, আরাফাত ১৬, সানি ২৮*, মানিক ০; শরীফ ১/৪৯, শহীদ ১/২৮, রসুল ০/৩৮, মোশাররফ ৪/৪০, আসিফ ৩/৪৬, নাঈম ০/১৪)
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৫৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম
-
আসিথাকে বোল্ড করে নাঈমের পাঁচ
-
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
-
‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’
-
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’
-
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ
-
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০
-
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি
-
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু