শেখ জামালকে জেতালেন ওপেনার জিয়াউর
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2018 06:08 PM BdST Updated: 19 Feb 2018 08:45 PM BdST
আগের তিন ম্যাচে ব্যাট করেছেন সাত, আট ও নয় নম্বরে। সুযোগ ছিল না পার্থক্য গড়ার। এবার জিয়াউর রহমান সুযোগ পেলেন ওপেনিংয়ে। প্রথম সুযোগেই হাসল ব্যাট। এই অলরাউন্ডারের ইনিংস শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে এগিয়ে নিল জয়ের পথে।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ফতু্ল্লায় সোমবার প্রাইম ব্যাংকের ২২৭ রান শেখ জামাল টপকে যায় ৩২ বল বাকি রেখে।
লিগের চার ম্যাচে শেখ জামালের এটি তৃতীয় জয়। উঠে এসেছে দলটি পয়েন্ট তালিকার দুইয়ে। শেখ জামালের উল্টো অবস্থা প্রাইম ব্যাংকের। প্রথম ম্যাচ জয়ের পর দলটি হারল টানা তিন ম্যাচ।
মাঝারি রান তাড়ায় শেখ জামালকে দারুণ শুরু এনে দেন জিয়াউর। ৮ চার ও ১ ছক্কায় ৭৬ বলে করেছেন ৬৮। ম্যাচের সেরা তিনিই।
আগের রাতে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলে রাতেই ঢাকায় ফিরে সকালে এই ম্যাচ খেলেছেন শেখ জামালের হয়ে পেসার আবু জায়েদ চৌধুরী ও নাজমুল অপু, প্রাইম ব্যাংকের হয়ে আরিফুল হক। আগের রাতের ম্যাচে না খেললেও স্কোয়াডে থাকা জাকির হাসানও খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে। তবে খুব ভালো করতে পারেননি চারজনের কেউ।
টস জিতে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংকের হয়ে দু অঙ্ক স্পর্শ করেছেন প্রথম নয় ব্যাটসম্যানই। কিন্তু পঞ্চাশ করতে পারেননি কেউ। ওপেনার অধিনায়ক মেহেদি মারুফের ৪১ রানই দলের সর্বোচ্চ। সবাই আউট হয়েছেন থিতু হয়ে।

৯ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে শেখ জামালের সফলতম বোলার পেসার রবিউল হক। ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন ইলিয়াস সানি, ২ উইকেট নিলেও আবু জায়েদ খরচ করেছেন ৬১ রান।
মাঝারি রান তাড়ায় শেখ জামালকে অনেকটা এগিয়ে দেয় উদ্বোধনী জুটি। জিয়াউর ও সৈকত আলি দলকে এনে দেন ৭০ রানের জুটি। ৬ চার ও ১ ছক্কায় ৩৯ রান করে ফেরেন সৈকত।
দ্বিতীয় উইকেটে রাকিনের সঙ্গে জিয়াউর গড়েন ৬৫ রানের জুটি। তাতে রাকিনের অবদান ছিল ৪২ বলে ১৭। জিয়াউর দারুণ খেলেছেন বলেই চাপে পড়েনি দল।
৬৭ রান করে দেলোয়ারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জিয়াউর। তবে শেখ জামালকে জিততে বেগ পেতে হয়নি। চারে নেমে ভারতীয় দিগ্বিজয় রাঙ্গি ৩ চার ও ২ ছক্কায় করেন ৩৯ রান।
বাকি কাজ সেরেছেন নুরুল হাসান। লিগে দারুণ ফর্মে থাকা শেখ জামাল অধিনায়ক ২১ বলে ২৮ রানের ইনিংস খেলে ফেরেন দলের জয় সঙ্গে নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২২৭ (মারুফ ৪১, শানাজ ১৪, জাকির ২৭, চান্ডেলা ১২, আল আমিন ২৬, আরিফুল ১২, নাহিদুল ১৫, সাজ্জাদুল ৩৫, দেলোয়ার ২৬, মনির ৫*, রুবেল ৬; আবু জায়েদ ২/৬১, নাজমুল অপু ১/৪২, রবিউল ৩/৩৪, ইলিয়াস সানি ২/৩৪, সোহাগ ১/২৮, জিয়াউর ০/২৫)।
শেখ জামাল: ৪৪.৪ ওভারে ২২৯/৫ (সৈকত ৩৯, জিয়াউর ৬৭, রাকিন ১৮, রাঙ্গি ৩৯, ইলিয়াস সানি ১৩, নুরুল ২৮*, তানবীর ১২*; রুবেল ১/৫৬, দেলোয়ার ১/৩১, নাহিদুল ০/৩৯, মনির ২/৩৮, আরিফুল ১/৩৮, আল আমিন ০/২১)
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জিয়াউর রহমান
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু