কাউলের সেঞ্চুরিতে জয়ে ফিরল শাইনপুকুর
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2018 05:59 PM BdST Updated: 19 Feb 2018 05:59 PM BdST
শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে জয়ে ফিরিয়েছেন উদয় কাউল। তার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে হারিয়েছে নবাগত দলটি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে ৮৮ রানে জিতেছে শাইনপুকুর। ২৯৪ রান তাড়ায় ২০৬ রানে গুটিয়ে যায় খেলাঘর।
বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে সাদমান ইসলামকে হারায় শাইনপুকুর। থিতু হয়ে ফিরে যান আরেক ওপেনার সাব্বির হোসেন।
তৌহিদ হৃদয়ের সঙ্গে ৬৫, আফিফ হোসেনের সঙ্গে ১১০ দুটি জুটিতে দলকে পথ দেখান ম্যাচ সেরা কাউল। হৃদয় ফিরেন ২৪ রান করে। আফিফ ৪৩। শুভাগত হোম চৌধুরী ও মোহাম্মদ সাইফ উদ্দিন যেতে পারেননি দুই অঙ্কে।
৪৯তম ওভারে ফেরার আগে ১৩৭ রান করেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান কাউল। তার ১৩৬ বলের ইনিংসটি গড়া ১২টি চার ও ৩টি ছক্কায়। লিস্ট এ ক্যারিয়ারে তার চতুর্থ সেঞ্চুরি। আগের সেরা ছিল ১০৭।
প্রায় তিনশ রানের তাড়ায় প্রথম বলে রবিউল ইসলাম রবিকে হারায় খেলাঘর। মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ৬২ ও অমিত মজুমদারের সঙ্গে ৪৯ রানের দুটি জুটিতে প্রতিরোধ গড়েন রাফসান আল মাহমুদ। কিন্তু দুটি জুটিই অনেক বেশি বল লাগিয়ে ফেলে।

চোটের জন্য ব্যাটিংয়ে অনুপস্থিত ছিলেন খেলাঘরের অধিনায়ক নাফিস ইকবাল।
২২ রানে ৩ উইকেট নিয়ে শাইনপুকুরের সেরা বোলার রায়হান উদ্দিন। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও আফিফ।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ২৯৪/৭ (সাদমান ১৪, সাব্বির ৩৪, কাউল ১৩৭, হৃদয় ২৪, আফিফ ৪৩, শুভাগত ৪, সাইফ ৬, মিনহাজ ১২*, রায়হান ৩*; সাদ্দাম ২/৩৮, মাহমুদ ০/৫৫, রাফসান ১/৪৬, তানভীর ০/৩৮, মেনারিয়া ১/৫১, রবি ১/৩৯, মইনুল ২/১৭)
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৪৫.৪ ওভারে ২০৬ (রবি ০, রাফসান ৬২, মাহিদুল ২০, অমিত ৪৩, নাজিম ২৪, মেনারিয়া ১৮, মইনুল ১৭, সাদ্দাম ৯, তানভীর ২, মাহমুদ ০*, নাফিস আহত অনুপস্থিত; সাইফ ২/৪৪, সুজন ০/২৬, রায়হান ৩/২২, আফিফ ২/৪৯, শুভাগত ০/৩১, নাঈম জুনিয়র ১/৩০)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৮৮ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: উদয় কাউল
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি