রানের পাহাড় গড়ে মোহামেডানের জয়
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2018 05:19 PM BdST Updated: 19 Feb 2018 08:46 PM BdST
লিগে বিবর্ণ শুরুর পর টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান। ইরফান শুক্কুর, রকিবুল হাসানের দারুণ ব্যাটিংয়ে রানের পাহাড় গড়া দলটি সহজেই হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে ১৫৯ রানে জিতেছে মোহামেডান। ৩৩৫ রান তাড়ায় ১৭৬ রানে গুটিয়ে গেছে অগ্রণী ব্যাংক।
এই ম্যাচ দিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফেরে প্রিমিয়ার লিগ। সোমবার টস হেরে ব্যাট করতে নেমে দুই ভাই জনি তালুকদার ও রনি তালুকদারের ব্যাটে দারুণ সূচনা পায় মোহামেডান।
৯.৩ ওভার স্থায়ী ৭১ রানের উদ্বোধনী জুটিতে রনির অবদান ২৬ রান। ছোট এক ধসে ভালো শুরুর সুবিধা হারাতে বসেছিল মোহামেডান। বিনা উইকেটে ৭১ থেকে তাদের স্কোর পরিণত হয় ১২১/৪-এ। ৩৭ বলে ৪৩ রান করে ফিরে যান জনি। দ্রুত ফিরেন শামসুর রহমান ও আমিনুল হক।
পঞ্চম উইকেটে রকিবুল হাসানের সঙ্গে ১১২ রানের জুটিতে দলকে কক্ষপথে ফেরান উইকেটরক্ষক-ব্যাটসম্যান শুক্কুর। ৮৫ বলে ৭৭ রান করা রকিবুলকে ফিরিয়ে জুটি ভাঙেন আব্দুর রাজ্জাক।
প্রথমবারের মতো চলতি আসরে খেলতে নেমেই ঝড় তোলেন বিপুল শর্মা। তাকে সঙ্গ দিয়ে যান ম্যাচ সেরা ইরফান শুক্কুর। তবে শতকের সম্ভাবনা জাগিয়ে আরও একবার কাটা পড়েন নব্বইয়ের ঘরে। ৮৩ বলে ৮টি চার ও দুটি ছক্কায় ফিরেন ৯২ রান করে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সর্বোচ্চ ৯৫।
শেষটায় বোলারদের ওপর যেন তাণ্ডব চালান অফ স্পিনিং অলরাউন্ডার এনামুল হক। ৯ বলে অপরাজিত থাকেন ২০ রানে। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে দুটি করে ছক্কা-চারে ২৯ বলে ৪১ রান করেন বিপুল। শেষ ১০ ওভারে ১০৩ রান তুলে নেয় মোহামেডান।
অগ্রণী ব্যাংকের তিন মূল বোলারই ছিলেন খরুচে। আল আমিন হোসেন ২ উইকেট নেন ৭০ রানে। ৭২ রান দিয়ে দুটি উইকেট নেন রাজ্জাক। ৮৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন শফিউল।
আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শূন্য রানে ফেরা সৌম্য সরকার লিগেও পেলেন না রান। শুভাশিস রায়ের বলে ফিরেন বোল্ড হয়ে। আরেক ওপেনার আজমির আহমেদ ফিরেন ৭ রান করে।
শুরুতেই দিক হারানো অগ্রণী ব্যাংক আর কখনও ম্যাচে ফিরতে পারেনি। দুই ওপেনার ছাড়া প্রথম নয় ব্যাটসম্যানের বাকি সাতজনই যান দুই অঙ্কে। কিন্তু পঞ্চাশ ছুঁতে পারেননি কেউই।
সর্বোচ্চ ৪০ রান করেন ধীমান ঘোষ। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান রাজ্জাকের।
ভারতীয় অলরাউন্ডার বিপুল ২ উইকেট নেন ২২ রানে। দুটি করে উইকেট নেন শুভাশিস, এনামুল ও কাজী অনিক।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ৩৩৫/৭ (জনি ৪৩, রনি ২৬, শামসুর ১, আমিনুল ১৭, রকিবুল ৭৭, ইরফান ৯২, বিপুল ৪১, এনামুল ২০*; শফিউল ০/৮৩, আল আমিন ২/৭০, সৌম্য ২/৩২, রাজ্জাক ২/৭২, ইশাক ১/৩৮, আজমির ০/২৪, সালমান ০/১০)
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৭.৪ ওভারে ১৭৬ (আজমির ৭, সৌম্য ০, শাহরিয়ার ২২, রাফাতুল্লাহ ২২, ধীমান ৪০, সালমান ১৭, জাভেদ ১৭, রাজ্জাক ২৩, শফিউল ১৪, ইশাক ৬, আল আমিন ১*; শুভাশিস ২/২৯, অনিক ২/৪২, এনামুল ২/৩৫, তাইজুল ১/২১, বিপুল ২/২২, শামসুর ১/২৪)
ফল: মোহামেডান ১৫৯ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ইরফান শুক্কুর
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- আবার বার্সা সভাপতি লাপোর্তা