সাইফ, এনামুলের ব্যাটে জয়রথে আবাহনী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2018 04:51 PM BdST Updated: 17 Feb 2018 04:51 PM BdST
ব্যাটিংয়ে প্রায় একাই লড়লেন আব্দুল মজিদ। বোলিংয়ে এগিয়ে আসতে পারলেন না লেজেন্ডস অব রূপগঞ্জের কেউই। দুই ওপেনার সাইফ হাসান ও এনামুল হকের ফিফটিতে টানা চতুর্থ জয় পেয়েছে আবাহনী।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে ৫ উইকেটে জিতেছে আবাহনী। রূপগঞ্জের ২৪৭ রান ২ ওভার বাকি থাকতে পেরিয়ে যায় দলটি। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা রূপগঞ্জ টানা দুই জয়ের পর আবার হারল।
বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে দ্রুত সালাউদ্দিন পাপ্পুকে হারায় রূপগঞ্জ। দ্বিতীয় উইকেটে অভিষেক মিত্রর সঙ্গে ৫৯ রানের দলকে ভালো ভিতের ওপর দাঁড় করান মজিদ।
৫ বলের মধ্যে অভিষেক ও নাঈম ইসলামকে ফিরিয়ে রূপগঞ্জকে চাপে ফেলেন মেহেদী হাসান মিরাজ। ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুলের সঙ্গে ৬০ রানের জুটিতে দলকে ৩ উইকেটে ১৫৩ রানে নিয়ে যান মজিদ।
আগের ম্যাচে তিন অঙ্কের দেখা পাওয়া ওপেনার ছিলেন আরেকটি সেঞ্চুরির পথে। ৮৯ রানে তাকে থামান সাকলাইন সজীব। মজিদের ১১৪ বলের ইনিংসটি গড়া ৬টি চার ও ৫টি ছক্কায়।
শুরুতে খরুচে বোলিং করা তাসকিন ছন্দে ফিরেন শেষ দিকে। ফিরিয়ে দেন রসুল এবং শেষটায় দ্রুত রান তোলা মোশাররফ হোসেন ও নাজমুল হোসেন মিলনকে।
৬১ রানে ৩ উইকেট নেন তাসকিন। দুই স্পিনার মিরাজ ও সানজামুল ইসলাম নেন দুটি করে উইকেট।
রান তাড়ায় এনামুলের সঙ্গে ১৪৩ রানের উদ্বোধনী জুটিতে আবাহনীকে দারুণ শুরু এনে দেন ম্যাচ সেরা সাইফ। ২৬.২ ওভার স্থায়ী জুটিতে অগ্রণী ছিলেন সবশেষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ।
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগের ম্যাচে ১০৮ রানের চমৎকার ইনিংস খেলা সাইফ ছিলেন আরেকটি সেঞ্চুরির পথে। ৮২ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৭৮ রান করা ডানহাতি ওপেনারকে ফিরিয়ে জুটি ভাঙেন মোশাররফ।
এরপর বেশিক্ষণ টিকেননি আরেক ওপেনার এনামুল। ৮৯ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ফিরেন ৭৭ রান করে।
তৃতীয় উইকেটে নাসির হোসেনের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এরপর বেশিক্ষণ টিকেননি নাসিরও। মোশাররফের বলে ক্যাচ দিয়ে ফিরে যান আবাহনী অধিনায়ক। এক বল পর শচিন রানা রান আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে যায় আবাহনী।
সেখান থেকে দলকে জয়ের বন্দরে নিয় যান মিরাজ ও মোসাদ্দেক হোসেন। ছক্কায় ম্যাচ শেষ করা মিরাজ ১৪ বলে করেন ২১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৪৭/৮ (মজিদ ৮৯, পাপ্পু ২০, অভিষেক ১৮, নাঈম ০, রসুল ৩৩, তুষার ৫, মোশাররফ ২৯, নাজমুল ২৯, আশিক ৮*, শহীদ ৮*; তাসকিন ৩/৬১, মাশরাফি ০/৬৩, সানজামুল ২/২৭, মিরাজ ২/২৫, সাকলাইন ১/৪৮, নাসির ০/২৩)
আবাহনী: ৪৮ ওভারে ২৫৩/৫ (এনামুল ৭৭, সাইফ ৭৮, শান্ত ২৫, নাসির ৩৪, রানা ৩, মোসাদ্দেক ১৪*, মিরাজ ২১*; শহীদ ০/৭৮, আসিফ ১/৪৯, মোশাররফ ২/৪১, রসুল ০/৩৭, নাঈম ০/১৮, তুষার ০/৬, আশিক ১/২৩)
ফল: আবাহনী ৫ উইকেট জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি