বাংলাদেশ এভাবে ভেঙে পড়ায় বিস্মিত লঙ্কান কোচ

শুরুটা দারুণ করার পরও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যেভাবে হেরেছে বাংলাদেশ, তাতে অবাক হয়েছেন শ্রীলঙ্কার কোচ চন্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশের সাবেক কোচের ধারণা, নিজেদের সামর্থ্যে সংশয় মাথা চাড়া দেওয়াই বাংলাদেশের ব্যর্থতার মূল কারণ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2018, 07:53 AM
Updated : 17 Feb 2018, 12:41 PM

গত মাসে ত্রিদেশীয় সিরিজে দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ। জিতেছিল প্রথম তিন ম্যাচ, যার মধ্যে ছিল শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ব্যবধানের জয়। এরপই পথ হারানো। শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি লড়াইয়ে হারের পর হেরেছে ফাইনালেও।

টেস্ট সিরিজে প্রথম টেস্টে হারের শঙ্কা থেকে ড্র করেছিল বাংলাদেশ। পরে মিরপুর টেস্টের পরাজয়ে হেরেছে সিরিজ। হেরেছে প্রথম টি-টোয়েন্টিতেও। শঙ্কা আরেকটি সিরিজ হারা নিয়ে।

সিরিজ জুড়েই দেখা গেছে, গুরুত্বপূর্ণ সময়টাতেই ভেঙে পড়েছে বাংলাদেশ। চাপের মধ্যে পারেনি নিজেদের মেলে ধরতে কিংবা প্রতিপক্ষকে পাল্টা জবাব দিতে।

বাংলাদেশের এভাবে আত্মসমর্পণে অবাক হয়েছেন দলের সাবেক কোচ। প্রতিপক্ষ শিবিরে থেকেও পরাজয়ের সম্ভাব্য একটি কারণ অনুধাবন করতে পারছেন হাথুরুসিংহে।

“আমি সত্যি বলতে, বিস্মিত হয়েছি হয়েছি। বলছি না তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। আমার মনে হয়, ওদের শুরুটা দারুণ ছিল। ত্রিদেশীয় সিরিজের শুরুতে ওদের ভাবনাগুলো স্বচ্ছ ও পরিষ্কার ছিল। প্রতিপক্ষ দুই দলকেই চাপে ফেলে দিয়েছিল ওরা।”

“তবে কয়েকটি ম্যাচের পর আমার মনে হয়, নিজেদের সামর্থ্যে সংশয় জাগতে শুরু করেছিল ওদের। বিশেষ করে কিছু ব্যর্থতার পর। ওদের এত দ্রুত ভেঙে পড়তে দেখে আমি অবাক হয়েছি।”