মজিদের সেঞ্চুরিতে রূপগঞ্জের জয়

আগের ম্যাচে পঞ্চাশ ছুঁয়ে থেমেছিলেন আব্দুল মজিদ, এবার পেলেন সেঞ্চুরি। লেজেন্ডস অব রূপগঞ্জকে এনে দিলেন টানা দ্বিতীয় জয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দলের জয়ে বড় অবদান আছে মোহাম্মদ শহীদ, আসিফ হাসান ও মোশাররফ হোসেনের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 12:37 PM
Updated : 15 Feb 2018, 12:54 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ২৪ রানে জিতেছে রূপগঞ্জ। তাদের ২৩৯ রান তাড়ায় ২১৫ রানে গুটিয়ে গেছে প্রাইম ব্যাংক।    

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে ৯ রানে দুই উইকেট হারায় রূপগঞ্জ। পঞ্চাশ পার হতেই হারায় সামি আসলামকে।

চতুর্থ উইকেটে নাঈম ইসলাম জুনিয়রের সঙ্গে ১৩৫ রানের জুটিতে দলকে এগিয়ে নেন ম্যাচ সেরা মজিদ। ১২২ বলে খেলা তার ১১০ রানের ইনিংসটি ৮টি ছক্কার পাশে চারটি চার। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ষষ্ঠ সেঞ্চুরি।

মন্থর ব্যাটিংয়ে ৭৯ বলে ৫১ রান করে ফিরেন অধিনায়ক নাঈম। শেষের দিকে নাজমুল হোসেন মিলনের অপরাজিত ২৬ রানে লড়াইয়ের পুঁজি গড়ে রূপগঞ্জ।

৪০ রানে ৩ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার দেলোয়ার হোসেন।   

রান তাড়ায় শুরুতেই অধিনায়ক মেহেদী মারুফকে হারায় প্রাইম ব্যাংক। শুরুর ধাক্কা সামাল দিতে মন্থর ব্যাটিং করেন কুনাল চান্দেলা (৩৭ বলে ৯), মেহরাব হোসেন জুনিয়র (৪৭ বলে ২১)।

শুরুতে মন্থর ব্যাটিং করা প্রাইম ব্যাংক রানের গতি বাড়াতে পারেনি মাঝের ওভারেও। ৪০ ওভার শেষে তাদের স্কোর ছিল ১৫৫/৪। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ছিল ৮৫ রান।

আশা হয়ে টিকেছিলেন আল আমিন জুনিয়র। ৬৮ রান করে তিনি ফিরে গেলে আর পেরে উঠেনি প্রাইম ব্যাংক। রানের গতি বাড়ানোর চেষ্টায় শেষ দিকে নিয়মিত উইকেট হারিয়ে ১০ বল বাকি থাকতেই গুটিয়ে যায় দলটি।

তিনটি করে উইকেট নেন পেসার শহীদ এবং দুই বাঁহাতি স্পিনার আসিফ ও মোশাররফ।

সংক্ষিপ্ত স্কোর:

লেজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৩৯/৬ (মজিদ ১১০, পাপ্পু ১, অভিষেক ১, সামি ২৩, নাঈম ৫১, তুষার ১২, নাজমুল ২৬*, মোশাররফ ৮; দেলোয়ার ৩/৪০, শরিফুল ১/৫৩, নাহিদুল ১/৩৮, মনির ০/২৭, এনামুল জুনিয়র ০/৫৫, আল আমিন জুনিয়র ০/১৪, চান্দেলা ০/১২)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৮.২ ওভারে ২১৫ (মারুফ ০, শানাজ ৪০, চান্দেলা ৯, মেহরাব জুনিয়র ২১, আল আমিন জুনিয়র ৬৮, নাহিদুল ৩২, সাজ্জাদুল ২৫, দেলোয়ার ৭, মনির ১, শরিফুল ১, এনামুল জুনিয়র ০*; শহীদ ৩/৩২, রাসেল ০/৪২, আসিফ ৩/৪৭, নাঈম ০/৩৫, মোশাররফ ৩/৫৯)

ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ২৪ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: আব্দুল মজিদ