‘সাকিবকে হারানো বাংলাদেশের জন্য বড় ধাক্কা’

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকেই ফেভারিট বলছেন থিসারা পেরেরা। এই অলরাউন্ডারের মতে এর অন্যতম কারণ, বাংলাদেশ দলে সাকিব আল হাসানের না থাকা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 03:38 PM
Updated : 13 Feb 2018, 04:59 PM

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। ব্যাট করতে পারেননি সেদিন। সেই চোট তাকে বাইরে রেখেছে টেস্ট সিরিজে, ছিটকে দিয়েছে টি-টোয়েন্টি সিরিজ থেকেও।

সাকিবের না থাকা যে অনেক বড় ব্যবধান গড়ে দেয়, মঙ্গলবার সেটি উঠে এলো লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার কণ্ঠেও।

“সবাই জানে সাকিব কতটা প্রতিভাবান ক্রিকেটার। সে একাই খেলার মোড় বদলে দিতে পারে। ওর না থাকা তাই নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের জন্য অনেক বড় ধাক্কা।”

পেরেরার মতে, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের পর টেস্ট সিরিজেও হেরে থাকা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে টি-টোয়েন্টিতে। তবে এগিয়ে রাখছেন তিনি নিজেদেরই।

“আমি একজন শ্রীলঙ্কান এবং আমি সবসময়ই বলব যে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে ফেভারিট। তবে ক্রিকেট খেলায় কখনোই বলা যাবে না কে জিতবে বা কে হারবে। যে দল কম ভুল করবে, তারাই জিতবে। আমি জানি, ওয়ানডে ও টেস্টে হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ। তবে নির্দিষ্ট দিনে ভালো খেলা দলই জিতবে।”