১১৬ বলে ইমরানের ২৪২ রান

জাতীয় স্কুল ক্রিকেটে প্রতি মৌসুমেই দেখা যায় চমক জাগানিয়া কিছু পারফরম্যান্স। এবার প্রথম বিস্ময় উপহার দিল পিরোজপুরের আল ইমরান। ১১৬ বলে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ২৪২ রানের বিস্ফোরক ইনিংস!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 04:03 PM
Updated : 12 Feb 2018, 04:03 PM

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে সোমবার হালুয়ারহাট স্কুলের হয়ে দুর্দান্ত ইনিংসটি খেলেছে ইমরান। পিরোজপুর জেলা পর্যায়ের ম্যাচে টেকনিক্যাল স্কুলের বিপক্ষে ইনিংসটিতে ১৯৬ রানই করেছেন সে বাউন্ডারিতে। ২৫টি চারের পাশে ছক্কা ১৬টি!

ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ছিল তাইজুল ইসলামের ৪২। ৫০ ওভারের ম্যাচে হালুয়ারহাট স্কুল ৪৪ ওভারে অলআউট হয় ৩৭৮ রানে।

ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করা দুজন পরে নায়ক বল হাতেও। ২১ রানে ৬ উইকেট নিয়েছে তাইজুল। ইমরান নিয়েছে ৩৪ রানে ৩টি। টেকনিক্যাল স্কুল গুটিয়ে যায় ১০২ রানে। হালুয়ারহাট ম্যাচ জিতে নেয় ২৭৬ রানে।

একই দিনে খুলনা জেলা পর্যায়ের ম্যাচে বিধ্বংসী বোলিং করেছে সাব্বির। খুলনা ন্যাশনাল হাই স্কুলের হয়ে নিয়েছে ২২ রানে ৭ উইকেট।

জাতীয় স্কুল ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব। এবার অংশ নিচ্ছে দেশের ৫৫৪টি স্কুল। জেলার চ্যাম্পিয়নদের নিয়ে খেলা হবে বিভাগীয় পর্যায়ে। এরপর সব বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মহানগরীর চ্যাম্পিয়ন দলকে নিয়ে হবে জাতীয় পর্যায়ের খেলা। মোট ম্যাচ হবে এবার ৯৭৯টি।