তানবীর ঝড়ে শেখ জামালের জয়

বোলিংয়ে চার উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ঝড় তুললেন শফিউল ইসলাম। কিন্তু দিন শেষে তাকে মাঠ ছাড়তে হল হারের হতাশায়। তানবীর হায়দারের বিস্ফোরক ব্যাটিংয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2018, 12:30 PM
Updated : 11 Feb 2018, 12:30 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২৮ রানে জিতেছে শেখ জামাল। তাদের ২৯৪ রান তাড়ায় ২৬৬ রানে গুটিয়ে যায় নবাগত অগ্রণী ব্যাংক। 

বিকেএসপির চার নম্বর মাঠে রোববার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শেখ জামালের। ৫৬ রানের মধ্যে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।

চতুর্থ উইকেটে ৯৪ রানের জুটি গড়ে ৪ রানের মধ্যে ফিরে যান দিগ্বিজয় রঞ্জি ও ইলিয়াস সানি। রঞ্জি ফিরেন ৫৮ রান করে। সানি ৪০।

অধিনায়ক নুরুল হাসানের সঙ্গে ৮২ রানের জুটিতে জোড়া উইকেট হারানোর ধাক্কা সামাল দেন তানবীর। তার ঝড়ো ব্যাটিংয়ে শেষ ৬ ওভারে ৫৮ রান তুলে নেয় শেখ জামাল।

ইনিংসের শেষ বলে শফিউল ফেরান তানবীরকে। ৪৮ বলে ৩ ছক্কা আর ৫ চারে লেগ স্পিনিং অলরাউন্ডার করেন ৭১ রান। দলকে তিনশ রানের কাছাকাছি নিয়ে যাওয়া এই ইনিংসে তানবীর জেতেন ম্যাচ সেরার পুরস্কার।   

৬৮ রানে ৪ উইকেট নেন শফিউল।

রান তাড়ায় অগ্রণী ব্যাংকের প্রথম নয় ব্যাটসম্যানের আট জনই যান দুই অঙ্কে। ফিফটি নেই একটিও। সর্বোচ্চ ধীমান ঘোষের ৪৮।

নিয়মিত বিরতিতে উইকেট হারায় অগ্রণী ব্যাংক। তাদের পঞ্চাশ ছোঁয়া জুটি একটিই। চতুর্থ উইকেটে রাফাতউল্লাহ মোহাম্মদের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন ধীমান।

শেষের দিকে আব্দুর রাজ্জাক ও শফিউলের ব্যাটে ব্যবধান কমায় অগ্রণী ব্যাংক। শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৩১ বলে তিনটি ছক্কা আর একটি চারে শফিউল করেন ৪৪ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেরা।     

২১ রানে ৩ উইকেট নেন নাজমুল ইসলাম। আরেক বাঁহাতি স্পিনার সানি ৩ উইকেট নেন ৫০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৫০ ওভারে ২৯৪/৯ (পিনাক ০, হাসান ৮, সৈকত ৪৩, রঞ্জি ৫৮, সানি ৪০, নুরুল ৩৬, তানবীর ৭১, জিয়া ১৫, সোহাগ ১৩, নাজমুল ০*; শফিউল ৪/৬৮, আল আমিন ১/৭৬, রাজ্জাক ২/৪০, সৌম্য )

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৯.১ ওভারে ২৬৬ (আজমির ১৫, সৌম্য ২২, শাহরিয়ার ২১, রাফাতউল্লাহ ৪৩, ধীমান ৪৮, সালমান ৮, জাভেদ ১৯, রাজ্জাক ২৪, শফিউল ৪৪, শাহবাজ ২, আল আমিন ৭*; জায়েদ ১/৬০, সোহাগ ২/৫৫, নাজমুল ৩/২১, রঞ্জি ০/১৮, জিয়া ১/৪৭, সানি ৩/৫০, তানবীর ০/১৫)

ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ২৮ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: তানবীর হায়দার