
১০ ধাপ এগোলেন মুস্তাফিজ, ৫ ধাপ পেছালেন তামিম
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2018 06:06 PM BdST Updated: 11 Feb 2018 07:07 PM BdST
শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। খুব খারাপ করেননি বোলাররা। আইসিসি র্যাঙ্কিংয়েও পড়েছে সেটির প্রতিফলন। ব্যাটসম্যানদের বেশিরভাগই পিছিয়েছেন র্যাঙ্কিংয়ে, এগিয়েছেন বোলাররা।
ম্যাচে দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ১০ ধাপ। উঠেছেন ৪৯তম স্থানে। দুই ইনিংসেই ৪টি করে উইকেট নিয়ে তাইজুল ইসলাম এগিয়েছেন দুই ধাপ। উঠেছেন ক্যারিয়ার সেরা ৩৪তম অবস্থানে।
চার বছর পর দলে ফিরে আব্দুর রাজ্জাক নিয়েছেন পাঁচ উইকেট। র্যাঙ্কিংয়ে ফিরে এসেছেন ৯৫তম স্থান দিয়ে।
ব্যাট হাতে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল, সাম্প্রতিক সময়ে যা যথেষ্টই বিরল। সেটির খেসারত দিতে হয়েছে এই ওপেনারকে। ৫ ধাপ পিছিয়ে নেমেছেন ২৬ নম্বরে।
তিন ধাপ পিছিয়ে মুশফিকুর রহিম নেমেছেন আটাশে। তিন ধাপ পিছিয়েই তিরিশে মুমিনুল হক। ছয় ধাপ পিছিয়ে মাহমুদউল্লাহর অবস্থান ৫৪তম। আর সাব্বির রহমান পিছিয়েছেন ১৭ ধাপ, চলে গেছেন একশর বাইরে (১০৪তম)।
খেলতে না পারলেও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ছবিতে বিপিএল: কুমিল্লা ওয়ারিয়র্স-রংপুর রেঞ্জার্স
- রানের পাহাড় গড়ে সিরিজ জিতল ভারত
- ‘ছক্কার ট্রেনিং করি না’, ৯ ছক্কার পর বললেন শানাকা
- তিন মাসের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক স্মিথ
- ছবিতে বিপিএল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার
- মুস্তাফিজের বল মাঠের বাইরে ফেললেন শানাকা
- শানাকার খুনে ব্যাটিংয়ে ঘায়েল রংপুর
সর্বাধিক পঠিত
- বার্সার বিপক্ষে হেরে ইন্টারের বিদায়
- গাজীপুরের এডিসি শফিউল্লাহ মারা গেছেন
- বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের নির্দেশনা
- গ্রাহকের ৫ কোটি টাকা মেরে প্রেমিকাকে সোয়া ২ কোটি দেন ব্যাংকার: দুদক
- অনেক শঙ্কা আর কিছুটা সম্ভাবনার বিপিএল
- বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন
- মিঠুনকে ছাপিয়ে ইমরুল-ওয়ালটন
- রাখাইনে গণহত্যার অভিযোগ অস্বীকার সু চির
- বিপিএলে ৭ দলে ৩ বিদেশি অধিনায়ক
- বিপিএলের পারিশ্রমিক নিয়ে আক্ষেপ মুশফিকের