আকরামকে ছাড়িয়ে রোমাঞ্চিত হেরাথ

টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার হয়ে গেছেন বেশ আগেই। প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে ছুঁয়েছেন ৪০০ উইকেটও। এবার পেস-স্পিন মিলিয়েই টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি বোলার হয়ে গেলেন রঙ্গনা হেরাথ। নতুন উচ্চতায় ওঠে রোমাঞ্চিত এই লঙ্কান স্পিনার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2018, 12:45 PM
Updated : 10 Feb 2018, 12:45 PM

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে উইকেটশূন্য ছিলেন হেরাথ। এই স্পিন স্বর্গে যা ছিল যথেষ্টই বিস্ময়কর। তবে দ্বিতীয় ইনিংসেই তিনি আপন চেহারায়। ভুগিয়েছেন বাংলাদেশকে, নিয়েছেন ৪ উইকেট। ছাড়িয়ে গেছেন ওয়াসিম আকরামের ৪১৪ উইকেট। হেরাথ এখন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি বাঁহাতি বোলার (৪১৫)।

ম্যাচ শেষে ৪০ বছর ছুঁইছুঁই বোলারের কণ্ঠে ফুটে উঠল নিজের অর্জনের পরিতৃপ্তি।

“অর্জনের কথা বললে, ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাওয়া, বাঁহাতি বোলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়া, সত্যি বলতে এটা অনেক বড় অর্জন। অবশ্যই খুব ভালো লাগছে। ক্যারিয়ার জুড়ে যাদের সহায়তা পেয়েছি, যাদের অবদান আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।”

পাকিস্তানি কিংবদন্তি আকরাম ৪১৪ উইকেট নিয়েছিলেন ১০২ টেস্টে। হেরাথ ছাড়িয়ে গেলেন ৮৯ টেস্টেই। ৩৬২ উইকেট নিয়ে তিনে ড্যানিয়েল ভেটোরি। ৩৫৫ উইকেট নিয়ে চারে হেরাথের স্বদেশি সাবেক বাঁহাতি পেসার চামিন্দা ভাস।

বাঁহাতি বোলারদের মধ্যে ৩০০ টেস্ট উইকেট আছে আর মাত্র দুজনের। ৩১৩ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল জনসন, ভারতের জহির খানের উইকেট ৩১১টি।