রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে দোলেশ্বরের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2018 07:30 PM BdST Updated: 09 Feb 2018 07:30 PM BdST
-
ফরহাদ রেজা (ফাইল ছবি)
নখ কামড়ানো উত্তেজনার ম্যাচে শেষ হাসি হেসেছে প্রাইম দোলেশ্বর। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে গতবারের রানার্সআপরা।
বারবার রঙ পাল্টানো ম্যাচে ১ উইকেটের জয় পায় দোলেশ্বর। খেলাঘরের ১৯৯ রান শেষ বলে পেরিয়ে যায় দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খেলাঘরের। রবিউল ইসলাম রবির ৩৫ রানের পরও ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
ভারতীয় অলরাউন্ডার অশোক মেনারিয়ার সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে ফিরে যান মন্থর ব্যাটিংয়ে ৯১ বলে ফিফটি করা নাজিম উদ্দিন। মিডল অর্ডার এই ব্যাটসম্যান ৯৩ বলে করেন ৫১ রান। মইনুল ইসলামের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে বিদায় নেন মেনেরিয়াও। ৬২ বলে দুটি করে ছক্কা-চারে তিনি করেন ৪৫ রান।
শেষের দিকে মইনুলের অপরাজিত ৩২ রানের ওপর ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে খেলাঘর।
৩৭ রানে ৪ উইকেট নিয়ে দোলেশ্বরের সেরা বোলার ফরহাদ রেজা। তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
রান তাড়ায় শুরুটা ভালো করে দোলেশ্বর। ফজলে মাহমুদের ৪২, মার্শাল আইয়ুবের ৩১ রানের ওপর ভর করে ২ উইকেটে ১৩৫ রানের দৃঢ় ভিতরে ওপর দাঁড়ায় দলটি।
এরপরই ১৮ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় খেলাঘর। দোলেশ্বরের বিপদ আরও বাড়িয়ে ফিরে যান সর্বোচ্চ ৪৫ রান করা ফরহাদ হোসেন। দলীয় ১৯৩ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন শরীফ উল্লাহ।
৫০তম ওভারের দ্বিতীয় বলে রেজা ও তৃতীয় বলে আরাফাত সানিকে ফিরিয়ে জয়ের আশা জাগান মোহাম্মদ সাদ্দাম।
অভিষিক্ত মানিক খান ক্রিজে আসার সময় জয়ের জন্য শেষ উইকেটে ৩ বলে প্রয়োজন ৩ রান। স্নায়ু চাপ ধরে রেখে ১১ নম্বরে নেমে দলকে ঠিকানায় পৌঁছে দেন। লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ পায় খেলাঘর।
খেলাঘরের তানভীর ইসলাম ৩ উইকেট নেন ৪৮ রানে। দুটি করে উইকেট নেন সাদ্দাম ও মেনারিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
খেলাঘর সমাজ কলাণ সমিতি: ৫০ ওভারে ১৯৯/৭ (রবি ৩৫, সাদিকুর ৬, নাফিস ৩, অমিত ১৯, নাজিম ৫১, মেনারিয়া ৪৫, মইনুল ৩২*, অঙ্কন ৩; সানি ১/৩৮, মানিক ০/৩৩, রেজা ৪/৩৭, আরাফাত ১/৩৫, নাসুম ০/২০)
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২০০/৯ (ইমতিয়াজ ২৩, মাহমুদ ৪২, ফরহাদ ৪৫, মার্শাল ৩১, বিশত ৩, সানি জুনিয়র ১০, শরিফউল্লাহ ২৪, রেজা ৩, সানি ৪, নাসুম ০*, মানিক ৩*; সাদ্দাম ২/২৮, মাহমুদ ১/৩৬, তানভীর ৩/৪৮, রবি ১/২৩, মেনারিয়া ২/৩৬, মইনুল ০/২৮)
ফল: প্রাইম দোলেশ্বর ১ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ফরহাদ রেজা
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- জয়ে ফিরল ইউভেন্তুস
- এইচ টি ইমাম আর নেই
- পপ শিল্পী জানে আলম আর নেই