৩ রানে ৫ উইকেট হারিয়ে শেষ বাংলাদেশ

শঙ্কার মেঘ জমা হয়েছিল আগের দিনই। তাই বলে সেই মেঘ ২২ গজে উইকেটের বৃষ্টি হয়ে ঝরবে এতটা তীব্রতায়! তেমন অভাবনীয় কিছুই হলো। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের প্রদর্শনীতে ২০ বলের মধ্যে ৩ রানে ৫ উইকেট হারিয়ে ধ্বংসস্তুপ বাংলাদেশ। অলআউট লাঞ্চের আগেই!

আরিফুল ইসলাম রনিআরিফুল ইসলাম রনিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2018, 06:10 AM
Updated : 9 Feb 2018, 06:10 AM

শুক্রবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ১১০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শের-ই-বাংলা স্টেডিয়ামে এটি বাংলাদেশের তো বটেই, সব দল মিলিয়েই সবচেয়ে কম রান।

আর গত প্রায় ১০ বছরে নিজেদের প্রথম ইনিংসে এটি বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস।

আগের দিন শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ২২২ রানে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার লিড তাই ১১২ রানের।

৪ উইকেটে ৫৬ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের সৌজন্যে শুরুটা ছিল আত্মবিশ্বাসী। দিনের প্রথম ওভারেই সুরাঙ্গা লাকমলকে দারুণ ড্রাইভে চার মারেন মিরাজ। পরের ওভারে রঙ্গনা হেরাথকে বেরিয়ে এসে ছক্কা।

লিটন দাস শুরু করেছিলেন সতর্কতায়। কিন্তু উইকেট বিলিয়ে এলেন বাজেভাবে। লাকমলের বেশ বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলে টেনে আনলেন স্টাম্পে।

বড় বিপদের আঁচ পাওয়া যায়নি তখনও। মিরাজের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছিলেন মাহমুদউল্লাহ। দুজনের জুটিতে দলের রান পেরিয়ে যায় একশ।

দুজনর জুটি যখন আশা দেখাচ্ছে দলকে, হঠাৎই পাল্টে গেল ম্যাচের রঙ। আকিলা দনঞ্জয়ার দারুণ একটি বলে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড মাহমুদউল্লাহ। ড্রেসিং রুমে আতঙ্কের বোতামে চাপ পড়ল যেন সেই উইকেটেই। শুরু হলো একের পর এক ব্যাটসম্যানের আসা যাওয়া।

দ্রুত রান তোলার জন্য এই টেস্টের একাদশে ফেরানো হয়েছিল যাকে, সেই সাব্বির রহমান উল্টো আউট হলেন দ্রুত। দনঞ্জয়ার ওই ওভারেই ক্যাচিং অনুশীলন করালেন দিনেশ চান্দিমালকে।

পরের ওভারে দনঞ্জয়াকে ফিরতি ক্যাচ দিলেন আব্দুর রাজ্জাক। শর্ট লেগ ফিল্ডারের দুর্দান্ত ক্ষিপ্রতায় রান আউট তাইজুল ইসলাম। প্রথম বলেই এলবিডব্লিউ মুস্তাফিজুর রহমান। দারুণ খেলতে থাকা মিরাজ হতভম্ব, আরেক পাশ থেকে দেখলেন দলের ভয়াবহ পতন।

এক সময় যে ধরনের ব্যাটিং দৈন্য ছিল দলের নিয়মিত চিত্র, সেই ভূত দলকে তাড়া করল অনেক দিন পর। পেতে হলো গত কয়েক বছরে নিজেদের ঘাঁটি হয়ে যাওয়া মাঠের সর্বনিম্ন রানের তেতো স্বাদ।

এই ধরনের টার্ন ও বাউন্স থাকা উইকেটে শেষ ইনিংসে ব্যাট করতে হবে বাংলাদেশকে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ১১২ রানের লিডই তাই হয়ে উঠতে পারে ম্যাচের বড় নিয়ামক।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২২২

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫.৪ ওভারে ১১০(আগের দিন ৫৬/৪)(লিটন ২৫, মিরাজ ৩৮*, মাহমুদউল্লাহ ১৭, সাব্বির ০, রাজ্জাক ১, তাইজুল ১, মুস্তাফিজ ০; লাকমল ৩/২৫, পেরেরা ২/৩২, দনঞ্জয়া ৩/২০, হেরাথ ০/৩১)।