তবু ৩০ রানের ঘাটতি দেখছে শ্রীলঙ্কা

প্রথম দিন শেষে খুব বেশি এগিয়ে রাখা যাবে না হয়তো কোনো দলকেই। তবে অস্বস্তির মেঘ বেশি জমা হওয়ার কথা বাংলাদেশের ড্রেসিং রুমেই। পঞ্চাশ পেরুতেই নেই চার উইকেট। থিলান সামারাবিরা তবু দুই দলকেই রাখছেন সমতায়। মূল কারণ, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার একটু ঘাটতি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 01:58 PM
Updated : 8 Feb 2018, 02:29 PM

মিরপুর টেস্টের প্রথম জিতে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা অলআউট হয়েছে ২২২ রানে। বাংলাদেশ দিন শেষ করেছে ৪ উইকেটে ৫৬ রানে। উইকেটে যে রকম টার্ন ও অসম বাউন্স, তাতে ব্যাটসম্যানদের অপেক্ষায় কঠিন পরীক্ষা।

শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়েছিল ১১০ রানে। প্রতিষ্ঠিত ব্যাটসম্যান ছিলেন কেবল রোশেন সিলভা। সেখান থেকে তারা যত রান করেছে, বাংলাদেশের চাওয়ার চেয়ে সেটি ২০-৩০রান বেশিই হওয়ার কথা।

তবে সামারাবিরা নিজেদেরই ঘাটতি দেখছেন ৩০ রানের। বোলারদের সৌজন্যে শ্রীলঙ্কা ভালো অবস্থানে থাকলেও দলের ব্যাটিং কোচ দুদলকেই রাখছেন সমান্তরালে।

“আমার মনে হয়, খেলা এখনও সমতায়। কারণ আমাদের আরও ৬ উইকেট নিতে হবে, নিজেদের আরেকটা ইনিংস ব্যাট করতে হবে এবং আবার ওদেরকে অলআউট করতে হবে।”

“আমার মনে হয়, আমরা ৩০ রান কম করেছি। ঢাকার উইকেটে সাধারণ ২৪০, ২৫০ বেশ ভালো স্কোর। দিনশেষে আমরা চারটি উইকেট নিতে পেরেছি। টপ অর্ডারের চারজনকে ফেরাতে পেরেছি। আমার মনে হয়, দুই দলই সমতায় আছে।”