ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৬ রান। স্বাগতিকরা এখনও ১৬৬ রানে পিছিয়ে।
একটি চার মেরে প্রথম ওভারে ফিরে যান তামিম ইকবাল। দৃষ্টিকটু দুই আউটে বিদায় নেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ইমরুল কয়েস ফিরে যাওয়ার সময় দলের রান ৪৫। বাকি সময়টা নাইটওয়াচম্যান মেহেদী হাসান মিরাজকে নিয়ে কাটিয়ে দেন লিটন দাস।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা রাজ্জাক মনে করেন, দুই উইকেট কম হারালে ভালো অবস্থায় থাকতেন তারা।
“আমার মনে হয়, আমাদের দুটি উইকেট বেশি পড়ে গেছে। তবে এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব।”
“একেকটা সেশনে একেক রকমের খেলা হয়। দেখা যায় একটা সেশনে এক দল এগিয়ে আছে তো আরেক সেশনে অন্য দল। টেস্টে ক্ষতি পূরণ করে নেওয়ার জায়গা থাকে।”
মাত্র এক দিনের খেলা দেখে ম্যাচের ফল নিয়ে কোনো মন্তব্য করতে চান না রাজ্জাক। তবে তার ধারণা, পাঁচ দিনের আগেই শেষ হবে ঢাকা টেস্ট।
“চার ইনিংসের একটা শেষ হয়েছে। আরেকটা ইনিংসের চারটা উইকেট পড়েছে। এই টেস্টে অবশ্যই ফল হবে।”