ভালো পারফরম্যান্সকে জবাব বলছেন না রাজ্জাক

ক্যারিয়ার সেরা বোলিংয়ে টেস্ট ক্রিকেটে ফেরা স্মরণীয় করে রেখেছেন আব্দুর রাজ্জাক। অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার দারুণ এই পারফরম্যান্সকে এতদিন তাকে উপেক্ষার জবাব হিসেবে দেখছেন না।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 12:40 PM
Updated : 8 Feb 2018, 12:40 PM

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন ৬৩ রানে ৪ উইকেট নেন রাজ্জাক। ক্যারিয়ারে চার উইকেট পেলেন এই প্রথম।

ঠিক চার বছর পর খেলছেন টেস্টে। এই সংস্করণেই জায়গা হারিয়েছিলেন সবার আগে। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ দেশের হয়ে খেলেন রাজ্জাক। সে বছরের ২৫ অগাস্ট খেলেন শেষ ওয়ানডে। দুই দিন পর সবশেষ টি-টোয়েন্টি।

সাকিব আল হাসানের চোট আর ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফরম্যান্স দলে ফেরায় রাজ্জাককে। প্রথম টেস্টে সুযোগ মেলেনি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই ছড়ালেন দ্যুতি। সংবাদ সম্মেলনে এসে জানালেন, এই পারফরম্যান্স তার কাছে উপেক্ষার জবাব নয়।

“আমি জবাব হিসেবে দেখছি না। যখন যেখানে খেলার সুযোগ পেয়েছি, চেষ্টা করেছি ভালো করার। ভালো হলে খুশি হই। খারাপ হলে চেষ্টা করি সমস্যা খুঁজে বের করার। পারফরম্যান্সকে জবাব বলা ঠিক হবে না।”

রাজ্জাকের দারুণ বোলিংয়ের দিনে স্বস্তিতে নেই বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ২২২ রানে গুটিয়ে দেওয়া স্বাগতিকরা প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ৫৬ রানে।