যে নজির বাংলাদেশের আগে ছিল মাত্র একবার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2018 11:50 AM BdST Updated: 08 Feb 2018 08:29 PM BdST
প্রথম ওভার করলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আব্দুর রাজ্জাক। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশ বোলিং আক্রমণ শুরু করল দুই পাশেই স্পিন দিয়ে। গড়ল টেস্ট ইতিহাসে বিরল এক নজির!
দুই পাশেই স্পিন দিয়ে বোলিং আক্রমণের শুরুর ঘটনা আছে বেশ কিছু। তবে ম্যাচের প্রথম ইনিংসেই দুই পাশে স্পিনে শুরু বাংলাদেশের আগে টেস্ট ইতিহাস দেখেছে মাত্র একবার!
টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে আগের একমাত্র নজিরটি ছিল ১৯৬৪ সালে। কানপুরে ইংল্যান্ডের বিপক্ষে দুই পাশে স্পিনে শুরু করেছিল ভারত। সেটিও ছিল ম্যাচের প্রথম দিন।
মনসুর আলি খান পতৌদির নেতৃত্বে সেই টেস্টে ভারত একাদশ সাজিয়েছিল কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়াই। দুই স্পিনারে আক্রমণের শুরু তাই অনেকটা অবধারিতই ছিল।
আক্রমণ শুরু করা সেই দুই স্পিনারের নামও বেশ কৌতুহল জাগানিয়া। দুজনের কেউই যে ছিলেন না বিশেষজ্ঞ স্পিনার!
প্রথম ওভার বোলিং করেছিলেন এমএল জয়সিমহা। ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ডার হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার মূল পরিচয় ছিল ব্যাটসম্যানই। ৩৯ টেস্টের ক্যারিয়ারে উইকেট ছিল মাত্র ৯টি। তবে নতুন বলে নিশ্চয়ই তার বিশেষ কিছু ব্যাপার ছিল। উইকেট খুব একটা না পেলেও ইনিংসের প্রথম ওভার করেছেন ৭ বার!
আরেক পাশে বোলিং শুরু করেছিলেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সেলিম দুরানি। ২৯ টেস্টের ক্যারিয়ারে নতুন বল হাতে নিয়েছেন সেই ইনিংস নিয়ে মাত্র দুইবার।
ভারতের কৌশলটা সেবার অবশ্য খুব কাজে লাগেনি। নতুন বলে উইকেট নিতে পারেননি ওই দুই স্পিনার। ইংল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৮ উইকেটে ৫৫৯ রানে। ম্যাচ হয়েছিল ড্র।
চার ইনিংস মিলিয়ে দুই পাশে স্পিনে শুরুর নজির আছে মোট ৪৬টি। প্রথমটি ১৮৮২ সালে, ইতিহাসের পঞ্চম টেস্টেই।
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
-
বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ