প্রথম ওভার করলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আব্দুর রাজ্জাক। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশ বোলিং আক্রমণ শুরু করল দুই পাশেই স্পিন দিয়ে। গড়ল টেস্ট ইতিহাসে বিরল এক নজির!
Published : 08 Feb 2018, 10:50 AM
দুই পাশেই স্পিন দিয়ে বোলিং আক্রমণের শুরুর ঘটনা আছে বেশ কিছু। তবে ম্যাচের প্রথম ইনিংসেই দুই পাশে স্পিনে শুরু বাংলাদেশের আগে টেস্ট ইতিহাস দেখেছে মাত্র একবার!
টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে আগের একমাত্র নজিরটি ছিল ১৯৬৪ সালে। কানপুরে ইংল্যান্ডের বিপক্ষে দুই পাশে স্পিনে শুরু করেছিল ভারত। সেটিও ছিল ম্যাচের প্রথম দিন।
মনসুর আলি খান পতৌদির নেতৃত্বে সেই টেস্টে ভারত একাদশ সাজিয়েছিল কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়াই। দুই স্পিনারে আক্রমণের শুরু তাই অনেকটা অবধারিতই ছিল।
আক্রমণ শুরু করা সেই দুই স্পিনারের নামও বেশ কৌতুহল জাগানিয়া। দুজনের কেউই যে ছিলেন না বিশেষজ্ঞ স্পিনার!
প্রথম ওভার বোলিং করেছিলেন এমএল জয়সিমহা। ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ডার হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার মূল পরিচয় ছিল ব্যাটসম্যানই। ৩৯ টেস্টের ক্যারিয়ারে উইকেট ছিল মাত্র ৯টি। তবে নতুন বলে নিশ্চয়ই তার বিশেষ কিছু ব্যাপার ছিল। উইকেট খুব একটা না পেলেও ইনিংসের প্রথম ওভার করেছেন ৭ বার!
আরেক পাশে বোলিং শুরু করেছিলেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সেলিম দুরানি। ২৯ টেস্টের ক্যারিয়ারে নতুন বল হাতে নিয়েছেন সেই ইনিংস নিয়ে মাত্র দুইবার।
ভারতের কৌশলটা সেবার অবশ্য খুব কাজে লাগেনি। নতুন বলে উইকেট নিতে পারেননি ওই দুই স্পিনার। ইংল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৮ উইকেটে ৫৫৯ রানে। ম্যাচ হয়েছিল ড্র।
চার ইনিংস মিলিয়ে দুই পাশে স্পিনে শুরুর নজির আছে মোট ৪৬টি। প্রথমটি ১৮৮২ সালে, ইতিহাসের পঞ্চম টেস্টেই।