ম্যাক্সওয়েল ঝড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইংল্যান্ডকে থামালেন দেড়শ রানে। সেই রান তাড়ায় অপরাজিত সেঞ্চুরিতে জেতালেন দলকে। ম্যাক্সওয়েলের কাছে হেরে গেল ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2018, 02:54 PM
Updated : 7 Feb 2018, 02:54 PM

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ৯ বল হাতে রেখে ইংল্যান্ডের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ডাভিড মালান ও অ্যালেক্স হেলসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। ৬ ওভারে ১ উইকেটে ৬০ রানের দৃঢ় ভীত কাজে লাগাতে পারেনি দলটি।

১৫ বলে ২২ রান করে ফিরে যান হেলস। মালান ও ওয়েন মর্গ্যানের ব্যাটে নবম ওভারে ২ উইকেটে ৯৪ রানে যায় ইংল্যান্ডের সংগ্রহ। ১৪ বলে ২২ রান করা ইংলিশ অধিনায়ককে ফিরিয়ে জুটি ভাঙেন ম্যাক্সওয়েল।

জস বাটলার ফিরেন দ্রুত। দুই অঙ্ক ছুঁয়েই বিদায় নেন স্যাম বিলিংস। পঞ্চাশ ছোঁয়ার পরই মালানকে (৩৬ বলে ৫০) বিদায় করেন ম্যাক্সওয়েল। পরের বলে পান ডেভিড উইলির উইকেট।

১২৭ রানে ৮ উইকেট হারিয়ে দেড়শ পর্যন্ত যাওয়াই কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত ইংলিশরা করে ১৫৫ রান।

১০ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অফ স্পিনার ম্যাক্সওয়েল। অ্যাশটন অ্যাগার ২ উইকেট নেন ১৫ রানে।

রান তাড়ায় শুরুতেই স্বাগতিকদের কাঁপিয়ে দেন উইলি। প্রথম চার বলে ফিরিয়ে দেন ডেভিড ওয়ার্নার ও ক্রিস লিনকে। তবে ডার্চি শর্টের সঙ্গে ৭৮ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরার ম্যাক্সওয়েল।

শর্টের ফিরতি ক্যাচ নিয়ে জুটি ভাঙেন লেগ স্পিনার আদিল রশিদ। এরপর প্রায় একই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। নিউ জিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে অপরাজিত ছিলেন ৪০ রানে। এবার ১০৩ রানে। তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

ম্যাচ সেরা ম্যাক্সওয়েলের ৫৮ বলের ইনিংসটি গড়া ১০টি চার ও ৪টি ছক্কায়।  

আগামী শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে মেলবোর্নে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।  

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৫৫/৯ (রয় ৯, হেলস ২২, মালান ৫০, মর্গ্যান ২২, বাটলার ৫, বিলিংস ১০, উইলি ৩, জর্ডান ১৬*, রশিদ ১, কারান ৬, উড ৫*; স্ট্যানলেক ১/৪৩, রিচার্ডসন ১/২৭, টাই ১/২৮, স্টয়নিস ১/১৬, অ্যাগার ২/১৫, হেড ০/১৪, ম্যাক্সওয়েল ৩/১০)

অস্ট্রেলিয়া: ১৮.৩ ওভারে ১৬১/৫ (ওয়ার্নার ৪, শর্ট ৩০, লিন ০, ম্যাক্সওয়েল ১০৩*, স্টয়নিস ৬, হেড ৬, ক্যারি ৫*; উইলি ৩/২৮, উড ১/২৬, জর্ডান ০/৩৪, কারান ০/৩৯, রশিদ ১/৩০)

ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল