কলাবাগানকে হারিয়ে শুরু প্রাইম ব্যাংকের

দারুণ বোলিংয়ে লক্ষ্যটা হাতের নাগালে রেখেছিলেন দেলোয়ার হোসেন। দুই ওপেনার মেহেদী মারুফ ও জাকির হাসানের ফিফটিতে ভালো শুরু পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জিতেছে সহজেই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2018, 01:14 PM
Updated : 7 Feb 2018, 01:17 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে ৭ উইকেটে হারায় প্রাইম ব্যাংক। প্রতিপক্ষের ১৭২ রান ১৪ ওভার বাকি রেখে পেরিয়ে যায় দলটি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কলাবাগানের। ৩২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। ১৮তম ওভারে তিন বলের মধ্যে তাসামুল হক ও মোহাম্মদ আশরাফুলকে ফিরিয়ে দলটির বিপদ বাড়ান পেসার দেলোয়ার।

জোড়া উইকেটের ধাক্কা সামলে পঞ্চম উইকেটে ইমরান খালিদ ও তাইবুর রহমান ৮ রান যোগ করতে খেলেন ৯.৪ ওভার! ২৮তম ওভারে ৬৮ রানে ৫ উইকেট হারানো দলটি দেড়শ ছাড়ায় মাহমুদুল হাসানের অপরাজিত ফিফটিতে।

ষষ্ঠ উইকেটে মাহমুদুলের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে ফিরে যান তাইবুর। ৬৮ বলে দুটি চার ও একটি ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার মাহমুদুল।

ম্যাচ সেরা দেলোয়ার ৩২ রানে নেন ৩ উইকেট। শরিফুল ইসলাম ২ উইকেট নেন ৩১ রানে।

ছোট লক্ষ্য তাড়ায় জাকিরের সঙ্গে ৭৪ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন মারুফ। ৪৯ বলে তিনটি করে ছক্কা-চারে অধিনায়ক ফিরেন ৫১ রান করে।

দ্বিতীয় উইকেটে কুনাল চান্দেলার সঙ্গে ৬৮ রানের আরেকটি ভালো জুটি গড়ে ফিরেন জাকির। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিরেন ৭টি চারে ৫৬ রান করে।

দ্রুত ফিরেন আল আমিন জুনিয়র। তবে মেহরাব হোসেন জুনিয়রকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন চান্দেলা। ভারতীয় এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৪১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

কলবাগান ক্রীড়া চক্র:৫০ ওভারে ১৭২/৮ (তাসামুল ১৭, জসিম ৯, মুনীম ৬, আশরাফুল ১৪, তাইবুর ৪৫, খালিদ ৬, মাহমুদুল ৫০*, মুক্তার ০, হাসান ৪, শাহাদাত ১৩*; দেলোয়ার ৩/৩২, আরিফুল ১/৪৮, শরিফুল ২/৩১, নাহিদুল ০/১৭, আল আমিন জুনিয়র ১/১৮, চান্দেলা ০/১০, মনির ০/১৪)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৬ ওভারে ১৭৩/৩ (মারুফ ৫১, জাকির ৫৬, চান্দেলা ৪১*, আল আমিন জুনিয়র ১১, মেহরাব জুনিয়র ৮*; শাহাদাত ০/২৮, মুক্তার ১/২৭, মাহমুদুল ০/১৮, হাসান ১/৩৮, খালিদ ০/১৫, নাবিল ০/২৩, আশরাফুল ১/২৪)

ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: দেলোয়ার হোসেন