হেরাথ, দিলরুয়ানকে সামলাতে প্রস্তুত বাংলাদেশ

চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটেও কোনো কোনো সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছেন রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা। স্পিন সহায়ক উইকেটে দুই ফিঙ্গার স্পিনার হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। তবে টার্নিং উইকেটে তাদের ঠিকঠাক সামলাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2018, 10:48 AM
Updated : 7 Feb 2018, 10:48 AM

বাঁহাতি স্পিনার হেরাথ একাই গুঁড়িয়ে দিতে পারেন যে কোনো দলকে। টেস্টে তার পাঁচ উইকেট আছে ৩৩বার। ১০ উইকেট নয়বার। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সবশেষ টেস্টে পাঁচ উইকেট আছে অফ স্পিনার দিলরুয়ানের।

ঢাকা টেস্ট শুরুর আগে যা আভাস তাতে ম্যাচ হবে স্পিন সহায়ক উইকেটে। তেমন উইকেট হলেও লঙ্কানদের স্পিন আক্রমণ সামলানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ।

“হেরাথ খুব অভিজ্ঞ, দিলরুয়ান খুব ভালো মানের বোলার। তাদের তেমন মান আছে বলেই (ব্যাটিং পিচেও) ব্যাটসম্যানদের ভোগান্তি দিতে পেরেছিলেন।… আমরা সব বোলারকে একইভাবে দেখছি। কাউকে নিয়ে আলাদা কিছু না। হেরাথ অনেক অভিজ্ঞ, তার চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।”

“তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানরাও স্কিলফুল। দিনে দিনে আমাদের ব্যাটিং ইউনিট আরও ভালো হচ্ছে। সেদিক থেকে আমরা আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয় মাঠে আমরা পরিকল্পনাগুলো কিভাবে প্রয়োগ করি।”

বাংলাদেশের বিপক্ষে বেশ সফল হেরাথ। ৯ টেস্টে ২৫.১৭ গড়ে তার উইকেট ৪৬টি। চট্টগ্রামে ব্যাটসম্যানদের রান উৎসবের টেস্টে ২৩০ রানে নেন ৫ উইকেট।