‘বাংলাদেশের ব্যাটস্যানরা সান্দাকানকে ভালোভাবে খেলতে পারবে না’

মানসম্পন্ন রিস্ট স্পিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা ভালো করেই জানে শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টে স্বাগতিকদের খুব একটা ভোগাতে পারেননি চায়নাম্যান লাকশান সান্দকান। তবে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালের বিশ্বাস, স্পিন সহায়ক উইকেট হলে বাংলাদেশের ব্যাটসম্যানরা ঠিকঠাক খেলতে পারবেন না বাঁহাতি এই লেগ স্পিনারকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2018, 09:16 AM
Updated : 7 Feb 2018, 09:16 AM

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের রশিদ খান, ইংল্যান্ডের আদিল রশিদ, নিউ জিল্যান্ডের ইশ সোধি আর দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের লেগ স্পিনে বেশ ভুগেছে বাংলাদেশ। তবে চট্টগ্রাম টেস্টে মিলেছে তাদের লেগ স্পিন সামলানোয় উন্নতির আভাস।   

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানে ২ উইকেট নেন সান্দাকান। পরের ইনিংসে ৬৪ রানে একটি। চান্দিমাল মনে করেন, ঢাকা টেস্টে তিনি হতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় হুমকি।

“সান্দাকান আমাদের উইকেট টেকিং বোলার। যদি পিচ ভালো হয় তাহলে রঙ্গনা (হেরাথ) ও দিলরুয়ান (পেরেরা) রান বেঁধে রাখার কাজটা করবে। সান্দাকান এই কাজ করতে পারবে না। তাকে আমি আনব উইকেট নেওয়ার জন্য। দলে এটাই তার ভূমিকা। আমরা জানি, বাংলাদেশের ব্যাটসম্যানরা তাকে খুব ভালোভাবে খেলতে পারবে না।”