মুমিনুলের জন্য শ্রীলঙ্কার আলাদা পরিকল্পনা

চট্টগ্রামে শ্রীলঙ্কার পেসারদের বাউন্স কিংবা স্পিনারদের ফাঁদ কিছুই কাজে আসেনি। দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচ বাঁচানোয় বড় অবদান রাখেন মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটসম্যানের জন্য এবার আলাদা পরিকল্পনা করেছে অতিথিরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2018, 08:58 AM
Updated : 7 Feb 2018, 08:58 AM

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল যেন অপ্রতিরোধ্য। ছয় ইনিংসের শেষ তিনটিতে টানা সেঞ্চুরি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল জানান, মুমিনুলের জন্য তাদের কয়েকটি পরিকল্পনা রয়েছে।

“চট্টগ্রামে সে অসাধারণ ক্রিকেট খেলেছে। সে টেস্টে ক্রিকেটে খুব ভালো, তার টেম্পারামেন্ট খুব ভালো। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা সহজ কাজ নয়। এটা সব সময়ই বিশেষ কিছু।”

“ওর জন্য এই ম্যাচে আমাদের কিছু পরিকল্পনা থাকবে। আশা করি, মাঠে বোলাররা তা বাস্তবায়ন করতে পারবে।”      

চট্টগ্রামে স্পিনের বিপক্ষে মুমিনুলের ফুটওয়ার্ক ছিল নজরকাড়া। ক্রিজ ব্যবহার করেছেন দারুণভাবে। থিতু হতে দেননি স্পিনারদের। প্রথম ইনিংসে মুমিনুল করেন ১৭৬ রান, দ্বিতীয়টিতে ১০৫। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টের আগের ইনিংসে করেছিলেন অপরাজিত ১০০ রান।