ডিমেরিট পয়েন্ট পেল চট্টগ্রামের উইকেট

আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে বাংলাদেশ-শ্রীলঙ্কার চট্টগ্রাম টেস্টের উইকেট, ‘গড়পড়তা মানের নিচে’। তাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পেয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 02:46 PM
Updated : 6 Feb 2018, 02:46 PM

৫ বছর সক্রিয় থাকবে এই ডিমেরিট পয়েন্ট। এই সময়ে সময়ের মধ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ৫ ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হবে।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান বুন তার ম্যাচ রিপোর্টে লিখেছেন, “নতুন বলে পেসারদের জন্য পিচে কোনো সিম মুভমেন্ট ছিল না। ম্যাচ জুড়ে ক্যারি আর বাউন্সও ছিল কম। শুরুতে কিছু অনিয়মিতভাবে স্লো টার্ন ছিল স্পিনারদের জন্য। ম্যাচ অগ্রসর হওয়ার সঙ্গে যতটা প্রত্যাশিত ছিল ততটা ভাঙেনি উইকেট। তাই পাঁচ দিন ধরে পুরোপুরি ব্যাটসম্যানের পক্ষে ছিল উইকেট।” 

ড্র হওয়া টেস্টে বাংলাদেশ ৫১৩ ও ৫ উইকেটে ৩০৭ রান করে। ৯ উইকেটে ৭১৩ রানে একমাত্র ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ম্যাচে সেঞ্চুরি হয় পাঁচটি, ফিফটি ছয়টি।

বাংলাদেশের দুটি মূল ক্রিকেট ভেন্যুই পেল ডিমেরিট পয়েন্ট। গত বছর অস্ট্রেলিয়া টেস্টে বাজে আউটফিল্ডের জন্য দুটি ডিমেরিট পয়েন্ট পায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।