এবার ছিটকে গেলেন ডি কক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2018 08:33 PM BdST Updated: 05 Feb 2018 08:33 PM BdST
চোট আবার ছোবল দিয়েছে দক্ষিণ আফ্রিকা শিবিরে। কব্জির চোটের জন্য ছিটকে গেছেন কুইন্টন ডি কিক। মাঠে ফিরতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
গত ১০ দিনে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া তৃতীয় ক্রিকেটার ডি কক। এর আগে চোট পান এবি ডি ভিলিয়ার্স ও ফাফ দু প্লেসি।
সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় কব্জিতে চোট পান ডি কক। তাই শেষ চার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না তার। আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে তার খেলাও এখন শঙ্কায়।
প্রথম ওয়ানডেতে চোট পেয়ে ছিটকে যান নিয়মিত অধিনায়ক দু প্লেসি। তার জায়গায় তৃতীয় ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন এইডেন মারক্রাম। ডি ককের জায়গায় কারো নাম ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওয়ানডেতে উইকেটরক্ষক হাইনরিখ ক্লাসেনের অভিষেক প্রায় নিশ্চিত।
ছয় ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক