এবার ছিটকে গেলেন ডি কক

চোট আবার ছোবল দিয়েছে দক্ষিণ আফ্রিকা শিবিরে। কব্জির চোটের জন্য ছিটকে গেছেন কুইন্টন ডি কিক। মাঠে ফিরতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 02:33 PM
Updated : 5 Feb 2018, 02:33 PM

গত ১০ দিনে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া তৃতীয় ক্রিকেটার ডি কক। এর আগে চোট পান এবি ডি ভিলিয়ার্স ও ফাফ দু প্লেসি।

সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় কব্জিতে চোট পান ডি কক। তাই শেষ চার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না তার। আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে তার খেলাও এখন শঙ্কায়।

প্রথম ওয়ানডেতে চোট পেয়ে ছিটকে যান নিয়মিত অধিনায়ক দু প্লেসি। তার জায়গায় তৃতীয় ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেন এইডেন মারক্রাম। ডি ককের জায়গায় কারো নাম ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওয়ানডেতে উইকেটরক্ষক হাইনরিখ ক্লাসেনের অভিষেক প্রায় নিশ্চিত।

ছয় ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।