অলরাউন্ডার সৌম্যর কাছে চ্যাম্পিয়নদের হার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2018 07:40 PM BdST Updated: 05 Feb 2018 09:38 PM BdST
বলে-ব্যাটে জ্বলে উঠলেন সৌম্য সরকার। সেই আগুনে যেন পুড়ে গেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। শিরোপাধারীদের উড়িয়ে দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
লিগের উদ্বোধনী দিনে সোমবার গাজীকে ৮ উইকেটে হারিয়েছে আব্দুর রাজ্জাকের দল। চ্যাম্পিয়নদের ১৭৮ রান পেরিয়ে তারা যায় ৬৩ বল হাতে রেখে।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করে গাজী। ৭টি চারে ৩৩ রান করা শফিউল হায়াত হৃদয়কে ফিরিয়ে প্রথম আঘাত হানেন সৌম্য। তার মিডিয়াম পেসে দ্রুত ফিরেন অধিনায়ক জহুরুল ইসলাম।
ধাক্কা সামাল দিয়ে ওপেনার মেহেদি হাসান (৪১) ও আসিফ আহমেদের ব্যাটে ২ উইকেটে ১০৪ রানে যায় গাজীর সংগ্রহ। দুই বাঁহাতি স্পিনার শাহবাজ চৌহান ও রাজ্জাক এবং পেসার আল আমিন হোসেনের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি পরের ব্যাটসম্যানরা। ৭২ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারিয়ে দুইশ পর্যন্ত যেতে পারেনি গাজী।
৩১ রানে ৩ উইকেট নিয়ে নবগত অগ্রণীর সেরা বোলার শাহবাজ। দুটি করে উইকেট নেন সৌম্য, আল আমিন ও রাজ্জাক।
ছোট রান তাড়ায় শুরুটা ভালো হয়নি অগ্রণীর। ৩৮ রানের মধ্যে আজমির আহমেদ ও শাহরিয়ার নাফীসকে ফিরিয়ে দেন মেহেদি। তবে রিফাত উল্লাহকে নিয়ে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১৪০ রানের জুটিতে দলকে দারুণ জয় এনে দেন সৌম্য।
রিফাত ৮৮ বলে অপরাজিত থাকেন ৫৫ রানে। সৌম্য ১২২ বলে ৭টি চার ও চারটি ছক্কায় করেন ৮৯ রান। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৬.১ ওভারে ১৭৬ (মেহেদি ৪১, হৃদয় ৩৩, জহুরুল ৬, আসিফ ১৭, নাদিফ ৬, ভাটিয়া ৩১, জাকের ৩, রাজিবুল ৮, নাঈম ০, হায়দার ১৫, নাসের ০*; শফিউল ০/৪৭, আল আমিন ২/২৭, সৌম্য ২/২৭, রাজ্জাক ২/২৭, রিফাত ০/১১, শাহবাজ ৩/৩১)
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৯.৩ ওভারে ১৭৮/২ (আজমির ১৫, সৌম্য ৮৯*, শাহরিয়ার ৪, রিফাত ৫৫*; হায়দার ০/৩৫, নাসের ০/৩১, মেহেদি ২/২৭, নাঈম ০/২৬, রাজিবুল ০/৩৩, ভাটিয়া ০/১৭)
ফল: অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- শিরোপার পথে সিটির আরেক ধাপ