আবাহনীতে মাশরাফি, এনামুল

প্লেয়ার্স ড্রাফটের পর সমঝোতার ভিত্তিতে খেলোয়াড়দের দল বদলের সুযোগ দিয়েছিল সিসিডিএম। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের শক্তি আরও বাড়িয়েছে আবাহনী। দলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজা ও এনামুল হককে।   

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 02:59 PM
Updated : 4 Feb 2018, 02:59 PM

মাশরাফিকে পেতে প্লেয়ার্স ড্রাফটে তাকে দলে নেওয়া শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে কোনো খেলোয়াড় দিতে হয়নি আবাহনীর। তবে ওপেনার এনামুলকে পেতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের পেসার হাসান মাহমুদকে। 
 
প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগে উঠে আসা শাইনপুকুর ক্রিকেট ক্লাব প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পেয়ে ডেকেছিল মাশরাফিকে। খেলাঘরের প্রথম ডাক ছিলেন এনামুল। 
 
মাশরাফি ও এনামুলের আবাহনীতে যাওয়ার কথা শোনা যচ্ছিল অনেক দিন ধরেই। লিগ শুরুর আগের দিন সাড়া হল আনুষ্ঠানিকতা। সোমবার তিন ভেন্যুতে তিন ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 
 
আবাহনী লিমিটেড: মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক, নাসির হোসেন, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, মেহেদী হাসান মিরাজ, হোসেন আলি, মোহাম্মদ রাকিব, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, সানজামুল ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন।