লঙ্কানদের ক্ষোভ উইকেট নিয়ে

ম্যাচ জিততে না পারার হতাশা আছে। মুমিনুল হক ও লিটন দাসের জন্য প্রশংসা আছে। তবে লঙ্কানদের সবচেয়ে বেশি আছে ক্ষোভ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে অভিযোগের ঝাঁপি মেলে ধরলেন দিমুথ করুনারত্নে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 02:44 PM
Updated : 4 Feb 2018, 02:44 PM

এই করুনারত্নের সংবাদ সম্মেলনে আসাও ছিল বড় বিস্ময়। ম্যাচ শেষে সাধারণ অধিনায়ক বা কোচ, কিংবা সেরা পারফর্মার আসেন সংবাদ সম্মেলনে। নিদেনপক্ষে আসেন দলের নেতৃত্বস্থানীয় কেউ। কিন্তু চট্টগ্রাম টেস্ট শেষে শ্রীলঙ্কার প্রতিনিধি হয়ে দলের ম্যাচে সবচেয়ে বিবর্ণ থাকা করুনারত্নে।

সংবাদ সম্মেলনে করুনারত্নের বেশিরভাগ কথারই মূল সুর গিয়ে ঠেকছিল উইকেটের প্রতি অভিযোগে। শেষ দিনে ম্যাচ জিততে না পারার হতাশায় যেমন বললেন উইকেটের কথা।

“আমার মনে হয় না টেস্ট ক্রিকেটের জন্য এটি ভালো উইকেট। কারণ এখানে ১ হাজার ৫০০ রানের বেশি হয়েছে। উইকেটে বোলারদের জন্যই কিছু থাকা উচিত। আশা করি, পরের টেস্টের উইকেটে বোলার ও ব্যাটসম্যানদের জন্য ৫০-৫০ ভাগ সুযোগ থাকবে।”

“বোলারদের জন্য উইকেটে কিছুই ছিল না। কেনো টার্ন ও বাউন্স ছিল না। একদম মন্থর ছিল। ব্যাটসম্যানরা অনায়াসেই নিজেদের সহজাত খেলা খেলেছে।”