মুমিনুল, লিটনের প্রশংসায় করুনারত্নে

উইকেটে বোলারদের জন্য খুব একটা সহায়তা ছিল না বলে শ্রীলঙ্কা অপেক্ষা করেছিল মুমিনুল হক ও লিটন দাসের ভুলের জন্য। অতিথি ওপেনার দিমুথ করুনারত্নে মনে করছেন, প্রথম সেশনে দুই ব্যাটসম্যান কোনো ভুল না করায় চট্টগ্রাম টেস্টে জেতা হয়নি তাদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 02:40 PM
Updated : 4 Feb 2018, 02:40 PM

চাপের মধ্যে প্রায়ই বাংলাদেশের ব্যাটসম্যানরা শট খেলে চাপ মুক্ত হতে গিয়ে আউট হয়ে যায়। অতিথিরা ভেবেছিল, মুমিনুল, লিটন তেমন ব্যাটিং করলে ম্যাচ জেতার একটা সুযোগ আসবে তাদের সামনে।

কিন্তু তেমন কিছু করেননি দুই ব্যাটসম্যান। ১৮০ রানের জুটিতে দলকে অনেকটাই নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে ফিরেন মুমিনুল-লিটন। ম্যাচ শেষে তাদের প্রাপ্য কৃতিত্ব দিলেন করুনারত্নে।

“বাংলাদেশকে চাপে ফেলে দিতে সকালের সেশনে আমরা কয়েকটা উইকেট আশা করেছিলাম। মুমিনুল ও লিটন খুব ভালো ব্যাটিং করেছে। ওরা সে সময়ে নিজেদের উইকেট ছুঁড়ে আসেনি। আমাদের বোলারদের জন্য কোনো সহায়তা ছিল না উইকেটে। তবে এটা ক্রিকেটের অংশ।”

দুই ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুলের কথা আলাদা করেই বললেন করুনারত্নে।

“মুমিনুল দুই ইনিংসেই যেভাবে ব্যাটিং করেছে, ওকে কৃতিত্ব দিতেই হবে। পঞ্চম দিনে সকালের সেশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি কয়েকটা উইকেট নিতে পারতাম তাহলে একটা সম্ভাবনা থাকত।”