দুই দলকে সমতায় দেখছেন হেরাথ

প্রথম দিন শেষে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে সেই ব্যবধান অনেকটাই ঘুচিয়ে দিতে পেরেছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ দুই দলকে রাখছেন পাশাপাশিই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2018, 12:47 PM
Updated : 1 Feb 2018, 12:47 PM

৪ উইকেটে ৩৭৪ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সকালেই শ্রীলঙ্কা তুলে নেয় ৩ উইকেট। পরে মাহমুদউল্লাহর দৃঢ়তায় বাংলাদেশ করতে পারে ৫১৩ রান।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শূন্য রানে প্রথম উইকেট হারালেও ধনঞ্জয়া ডি সিলভা ও কুসল মেন্ডিসের অসাধারণ জুটিতে দিন শেষ করেছে ১ উইকেটে ১৮৭ রানেই। সেঞ্চুরি করে অপরাজিত ধনঞ্জয়া ডি সিলভা, সেঞ্চুরির অপেক্ষায় মেন্ডিস।

বল হাতে ৩ উইকেট নেওয়া হেরাথ দিন শেষে এগিয়ে রাখতে পারছেন না কোনো দলকে।

“এখন বলা যায় লড়াই সমতায়। ওরা পাঁচশর বেশি করেছে। আমরা ১ উইকেট হারিয়ে ১৮০ রানের বেশি। আগে আমাদের ৩০০ রানের (৩২৬) ব্যবধানটুকু ঘোচাতে হবে। তার পর আমরা দেখব উইকেটের অবস্থা কেমন। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারব কোন দিকে এগোব।”

প্রথম দিনে উইকেট পুরোপুরিই ছিল ব্যাটিং উপযোগী। দ্বিতীয় দিনে একটু বদল দেখেছেন হেরাথ।

“মনে হচ্ছে তৃতীয় দিন থেকে পরের দিনগুলোয় স্পিনারদের সহায়তা মিলবে। আজ চা বিরতির পরও কিছু টার্ন দেখেছি।”