ভুল থেকে শিখবে লিটন: তামিম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2018 10:02 PM BdST Updated: 31 Jan 2018 10:04 PM BdST
কোথায় স্টাম্প তা যেন ভুলে গেছেন লিটন দাস। টানা তিন টেস্টে আউট হয়েছেন বল ছেড়ে দিয়ে। তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানের পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তার বিশ্বাস, নিজের ভুল থেকে শিখবেন লিটন।
Related Stories
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে দলের দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাদার বল ছেড়ে দিয়ে এলবিডব্লিউ হন লিটন। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন। কিন্তু সিদ্ধান্ত পাল্টায়নি।
দ্বিতীয় টেস্টে পরিকল্পনা করে তাকে বোল্ড করেন আন্দিলে ফেলুকওয়ায়ো। টানা কয়েকটি আউট সুইং করার পর করেন একটি ইন সুইং। সেটিও আউট সুইং ভেবে ছেড়ে দিয়ে বোল্ড হয়ে যান লিটন।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন আবার ছেড়ে দিয়ে বোল্ড হলেন তিনি। পেলেন গোল্ডেন ডাকের স্বাদ। সুরঙ্গা লাকমলের অফ স্টাম্পের একটু বাইরের ইন সুইং কী বুঝে ছাড়লেন একমাত্র নিজেই বলতে পারবেন লিটন। ডানহাতি পেসারের বল উড়িয়ে দেয় তার অফ স্টাম্প।
টানা তিন টেস্টে লিটন ছেড়ে দিয়ে আউট হয়েছেন জেনে একটু অবাকই হলেন তামিম। তবে তার বিশ্বাস, এসব থেকে শিখবেন লিটন।
“আমিও এভাবে আউট হয়েছি এক-দুইবার। ব্যাটসম্যানদের ভুলের কারণেই এটা হয়। লিটন নিশ্চয় এটা নিয়ে কাজ করবে। নিজের ভুল থেকে শিখবে। আশা করি, আবার সুযোগ পেলে ও দুই হাতে সুযোগ কাজে লাগাবে।”
-
দলের ক্ষুধায় মন ভরেছে তামিমের
-
আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
-
‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
-
প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
-
একটা সেঞ্চুরি চেয়েছিলেন তামিম
-
বেস-লিচের স্পিন বিষে ঘায়েল শ্রীলঙ্কা
-
৬ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে নিউ জিল্যান্ড
-
দলের প্রয়োজনের সময় রান করাতেই মুশফিকের আনন্দ
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন