প্রিমিয়ার লিগে রিজার্ভ ডে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রিজার্ভ ডে রেখেছে টুর্নামেন্টের আয়োজন সিসিডিএম। গতবারের মতো এবারও লিগে খেলানো যাবে একজন বিদেশি ক্রিকেটার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2018, 04:54 PM
Updated : 29 Jan 2018, 04:54 PM
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার লিগের ১২টি দলের ম্যানেজার, কোচ ও অধিনায়ককে নিয়ে বসে সিসিডিএম আলোচনা করে টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন নিয়ে।

সভা শেষে সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ জানান, নির্ধারিত সময় আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে লিগ। প্রথম পর্ব শেষ করতে চান ২০ মার্চের মধ্যে।      

“প্রতি দিন ফতুল্লা ও বিকেএসপির তিনটি মাঠে খেলা হবে। এবার খেলা হবে একদিন পরপর। বিরতির দিনটা থাকবে রিজার্ভ ডে হিসেবে। কোনো কারণে যদি রিজার্ভ ডেতেও খেলা না তাহলে পয়েন্ট ভাগাভাগি হবে। ম্যাচ বডিলি শিফট হবে না।”

প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটারদের দল বদলের ক্ষেত্রে আগের দলের একটি অনাপত্তিপত্র লাগতো। সেটা এবার তুলে দিয়েছে সিসিডিএম।

“আগের দলের কোনো ছাড় লাগবে না। বিদেশি খেলোয়াড়রা চাইলে যে কোনো দলে যেতে পারবে। এবার যার যত ইচ্ছা বিদেশি খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করাতে পারবে। কিন্তু ম্যাচে খেলতে পারবে একজন।”

পোশাকের ক্ষেত্রে এবার ক্লাবগুলোকে নিয়ম বেধে দিয়েছে সিসিডিএম। বিসিবি পরিচালক ইনাম জানান, এবার থেকে বই আকারে বাইলজ দেওয়া হবে ক্লাগুলোকে।

“কিছু ব্যাপারে আমরা এবার সিসিডিএম থেকে নতুনত্ব আনার চেষ্টা করেছি। একটা ‘ক্লোথিং রেগুলেশন’ করেছি যা সব দলকে দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করতে চেয়েছি, ‘অল দ্য টিম লুকস স্মার্ট।’ বাইলজের একটা ড্রাফট সকল দলকে আজকে দিয়েছি। কমেন্টস থাকলে উনারা আমাদের দেবেন। পরে সেটাকে বই আকারে দিয়ে দেব।”

ইনাম জানান, সুপার লিগের কিছু ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচারের চেষ্টায় আছেন তারা। প্রথম পর্ব শেষ হওয়ার দুই-তিন দিনের মধ্যে শুরু করতে চান সুপার লিগ।