হাথুরুসিংহেকে দেখানোর কিছু নেই: রাজ্জাক

প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের অধীনে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সিরিজের পরেই বাদ পড়েছিলেন আব্দুর রাজ্জাক। ঘটনাক্রমে কোচের বিদায়ের পর প্রথম সিরিজেই দলে ফিরলেন বাঁহাতি এই স্পিনার। প্রতিপক্ষ সেই হাথুরুসিংহের শ্রীলঙ্কা। তবে সাবেক কোচকে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ হিসেবে এই সিরিজকে নিচ্ছেন না রাজ্জাক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2018, 03:45 PM
Updated : 29 Jan 2018, 04:43 PM

২০১৪ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলে জাতীয় দল থেকে বাদ পড়েন রাজ্জাক।

বৃষ্টিতে ভেসে যাওয়া টি-টোয়েন্টি বোলিংয়ের সুযোগ মেলেনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতে খেলেন রাজ্জাক। ২০ ওভারে ১১৯ রান দিয়ে নেন ১ উইকেট। এরপর থেকে উপেক্ষিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। সাকিব আল হাসানের চোটে হঠাৎ করেই এল সুযোগ। রাজ্জাক উন্মুখ দেশের জন্য খেলার সুযোগ কাজে লাগাতে। হাথুরুসিংহের কথা তার মাথাতেই নেই।

“এটা জীবনেরই অংশ, এটা ক্রিকেটের অংশ। যে কোনো কাজে ভালো সময় থাকতে, খারাপ সময় থাকবে। কখনও ভাগ্য পক্ষে থাকবে, কখনও বিপক্ষে। এরকম হয়। আমি ইতিবাচক হিসেবেই দেখছি।”    

“আমি চেষ্টা করব ভালো খেলার জন্য। এটা যে হাথুরুসিংহের জন্য তা না। যদি সুযোগ পাই, আমি এটা করব বাংলাদেশের ক্রিকেটের জন্য।”