পয়েন্ট হারালেও সাতেই বাংলাদেশ

ত্রিদেশীয় টুর্নামেন্টে ফাইনালের আগের ম্যাচ ও ফাইনাল হেরে বাংলাদেশ হারিয়েছে দুটি রেটিং পয়েন্ট। তবে পরিবর্তন হয়নি র‌্যাঙ্কিংয়ে অবস্থানের। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সাত নম্বরে আছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2018, 02:01 PM
Updated : 29 Jan 2018, 02:01 PM

৯২ রেটিং পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতলেও র‌্যাঙ্কিংয়ে নিচে থাকা দলের কাছে শেষ দুটি ম্যাচের হারে শেষ পর্যন্ত পয়েন্ট দাঁড়িয়েছে ৯০।

নিজেদের ব্যর্থতায় পাকিস্তানের ব্যর্থতাকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ব্যবধান কমাতে পারেনি খুব বেশি। বাংলাদেশের ঠিক ওপরে থাকা পাকিস্তান ৫-০ হেরেছে নিউ জিল্যান্ডের কাছে। হারিয়েছে তিন রেটিং পয়েন্ট। বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে আছে ছয়ে।

ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও বাড়েনি শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট। প্রথম দুই ম্যাচ হেরে পরের তিন ম্যাচ জয়ী শ্রীলঙ্কা আগের মতোই ৮৪ পয়েন্ট নিয়ে আছে আটে।

টুর্নামেন্টে চার ম্যাচের তিনটিতে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া একমাত্র জয়ে জিম্বাবুয়ের বেড়েছে একটি রেটিং পয়েন্ট। ৫৩ পয়েন্ট নিয়ে তারা দশে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ৪-১ ব্যধানে হেরে তিন থেকে পাঁচ নম্বরে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তিনে উঠেছে ইংল্যান্ড, চারে নিউ জিল্যান্ড।

শীর্ষ ৫ দলের মধ্যে ব্যবধান মাত্র ৯ রেটিং পয়েন্ট। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। দুই দলের আসছে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করতে পারলেই শীর্ষে উঠবে দক্ষিণ আফ্রিকা। ৪-২ বা এর চেয়ে বড় ব্যবধানে জিতলে ভারত থাকবে শীর্ষেই।