সাকিবের বদলে টেস্ট দলে সানজামুল ও তানবীর

সাকিব আল হাসান না থাকা মানে একই সঙ্গে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও একজন বিশেষজ্ঞ বোলার না থাকা। চোটে ছিটকে যাওয়া অলরাউন্ডারের জায়গায় বাংলাদেশ নিয়েছে দুজনকে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন সানজামুল ইসলাম ও তানবীর হায়দার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2018, 04:25 PM
Updated : 27 Jan 2018, 04:25 PM

এই দুজনের মধ্যে তানবীর অবশ্য অলরাউন্ডারই। লেগ স্পিনের পাশাপাশি ব্যাট করেন মিডল অর্ডারে। বাঁহাতি স্পিনার সানজামুলকে অলরাউন্ডার বলা না গেলেও ব্যাটের হাত মন্দ নয়।

স্পিনে বিকল্প বাড়াতেই এই দুজনকে ডাকা হয়েছে। প্রথম টেস্টের স্কোয়াডে আগে থেকেই আছেন আরও তিনজন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

চলতি ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচসহ বাংলাদেশের হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন সানজামুল। ২০১৬-১৭ মৌসুমে নিউ জিল্যান্ডে দুটি ওয়ানডে খেলেছিলেন তানবীর। দুজনই টেস্ট দলে ডাক পেলেন প্রথমবার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচে ২২৪ উইকেট নিয়েছেন সানজামুল। ১টি সেঞ্চুরিতে রান ১ হাজার ৭৪৪। সর্বোচ্চ ১৭২।

তানবীর প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৫৮টি। রান করেছেন ২ হাজার ৫২৭, উইকেট নিয়েছেন ৯৭টি।