ফাইনালের সম্ভাবনায় মিঠুন, মিরাজ ও সাইফ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2018 07:39 PM BdST Updated: 26 Jan 2018 10:35 PM BdST
জিম্বাবুয়ের বিপক্ষে দুই বাঁহাতি স্পিনার আর শ্রীলঙ্কার বিপক্ষে চার পেসার। ত্রিদেশীয় সিরিজে প্রাথমিক পর্বে প্রতিপক্ষ বুঝে এই একটি করে পরিবর্তনই ছিল বাংলাদেশ একাদশে। তবে ফাইনালের একাদশে আসতে পারে তিনটি পরিবর্তন।
Related Stories
নাসির হোসেন ও এনামুল হককে নিয়ে সম্ভবত আর ধৈর্য্য ধরতে পারছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ফাইনালে একাদশের বাইরে রাখা হতে পারে দুজনকেই। তাদের জায়গায় একাদশে ঢুকতে পারেন মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ।
শ্রীলঙ্কার বিপক্ষে চার পেসার খেলানোর আগের পরিকল্পনাতেই থাকছে বাংলাদেশ। তবে সবশেষ ম্যাচে আবুল হাসান রাজু খেললেও ফাইনালে তার জায়গায় খেলবেন মোহামদ সাইফ উদ্দিন।
প্রাথমিক পর্বের চার ম্যাচেই একাদশে ছিলেন এনামুল ও নাসির। এই টুর্নামেন্ট দিয়েই দলে ফেরা এনামুল চার ইনিংসে করেছেন ১৯, ৩৫, ১ ও ০। রানের চেয়েও বেশি বাজে ছিল আউট হওয়ার ধরন। তার আত্মবিশ্বাসেও আপাতত ঘাটতি দেখছে টিম ম্যানেজমেন্ট।
ফাইনালে তামিম ইকবালের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন মিঠুন। ২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে দুটি ম্যাচের পর এই প্রথম ওয়ানডে খেলবেন মিঠুন। ফাইনালের স্কোয়াডে ইমরুল কায়েসকে ফেরানো হলেও এই বাঁহাতি ওপেনারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
নাসিরের ব্যর্থতার শুরু এই টুর্নামেন্টের আগে থেকেই। দক্ষিণ আফিকা সফরে দুটি ওয়ানডে খেলে তেমন কিছু করতে পারেননি। পারেননি এই সিরিজের চার ম্যাচেও। এই ছয় ম্যাচে তার উইকেট একটি। ৫ ইনিংসে রান ১১, ৩, ০, ২ ও ৩। তার আউট হওয়ার ধরনগুলো ছিল এনামুলের চেয়েও দৃষ্টিকটু।
ফাইনালের মতো ম্যাচে তাই আর নাসিরের ওপর ভরসা রাখতে চাইছে না দল। একাদশে ফিরছেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজ।
এই টুর্নামেন্ট দিয়েই ফেরা আবুল হাসানের জন্য গত ম্যাচে সুযোগ ছিল নিজেকে প্রমাণের। কিন্তু সাত নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও কিছু করতে পারেননি। বল হাতে আবারও উইকেটশূন্য। এই নিয়ে ক্যারিয়ারে ৭ ওয়ানডে খেলে এখনও উইকেটের মুখ দেখলেন না আবুল হাসান। দল তাই আবার ফিরে তাকাচ্ছে সাইফ উদ্দিনের দিকে।
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
-
ছিটকে গেলেন রোহিত, এজবাস্টনে ভারতের অধিনায়ক বুমরাহ
-
‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
-
অ্যান্ডারসন ফেরায় বাদ রেকর্ড গড়া ওভারটন
-
একই দলে খেলতে পারেন কোহলি-বাবররা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’