ভয়ের কোনো কারণ নেই: মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2018 06:59 PM BdST Updated: 26 Jan 2018 10:34 PM BdST
শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটের পরাজয়ে ভয়ের কিছু দেখছেন না মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক আশাবাদী সেই ম্যাচের ব্যর্থতা ভুলে ফাইনালে ঘুরে দাঁড়াবে তার দল।
Related Stories
শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিকপর্বের শেষ ম্যাচে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের ইনিংস টিকে মাত্র ২৪ ওভার। মুশফিকুর রহিম ও সাব্বির রহমান ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে যেতে পারেননি।
মাশরাফি জানান, সেই ম্যাচের ব্যর্থতা ভুলে ফাইনালে ইতিবাচক ক্রিকেট খেলার দিকে থাকবে তাদের মনোযোগ।
“আমরা সবাই এক সাথে বসেছি, কথা বলেছি। আমার তো মনে হয় না যে, এটা (৮২ রানে গুটিয়ে যাওয়া) ভয়ের কোনো কারণ। ৭০, ৮০, ৯০ রানে যদি আমরা প্রতিদিন অলআউট হই, তাহলে হয়তো আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে।”
“এখন ৮২ রানে অলআউট হবার পর আমি যদি ভাবি যে, কালকেও দেড়শ রানে অলআউট হবো, তাহলে আমরা যে পরের ধাপে যেতে চাচ্ছি, সেটা থেকে অনেক দূরে চলে যাব। তাই আমি মনে করি যে, ইতিবাচক চিন্তা করাই উচিত।”
শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটের হার মাশরাফির কাছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনায় ভালো দিক খুঁজে পাচ্ছেন অধিনায়ক।
“ফাইনালের আগেই হয়েছে এই দুর্ঘটনা, এটা ভালো। অন্তত আমরা বুঝতে পারছি, খারাপ সময়ে আমাদের কি করা উচিত। আমাদের কোন ভুলগুলো সংশোধন করা দরকার। কালকের ম্যাচে আমরায় যা করতে চাই, সেটার অন্তত কাছাকাছি যেন যেতে পারি।”
-
মুস্তাফিজ বললেন, ‘এখনও শিখছি’
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ