নিউ জিল্যান্ডে পরাজয়ের বৃত্ত ভাঙল পাকিস্তান

দারুণ ফিফটিতে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দিলেন ফখর জামান, বাবর আজম। বোলিংয়ে বাকিটা সারলেন মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ। নিউ জিল্যান্ডে পরাজয়ের বৃত্ত ভাঙল অতিথিরা। সফরে পেল প্রথম জয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2018, 11:22 AM
Updated : 25 Jan 2018, 11:53 AM

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে পাকিস্তান। অতিথিদের ২০১ রান তাড়ায় নিউ জিল্যান্ড ৯ বল বাকি থাকতে ১৫৩ রানে গুটিয়ে যায়।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও নিউ জিল্যান্ডের কাছে হারে পাকিস্তান। বৃহস্পতিবার অকল্যান্ডে অতিথিদের বড় সংগ্রহ এনে দেন প্রথম চার ব্যাটসম্যান।

আহমেদ শেহজাদের সঙ্গে ম্যাচ সেরা ফখরের ১০ ওভার স্থায়ী ৯৪ রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ৩৪ বলে ৪৪ রান করা শেহজাদকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন সেথ র‌্যান্স।

২৬ বলে ফিফটি পাওয়া ফখর ফিরে যান আর কোনো রান যোগ না করেই। বাঁহাতি ওপেনারের ২৫ বলে খেলা ৫০ রানের ইনিংসটি গড়া ৫টি চার ও তিনটি ছক্কায়।

৯১ রানের আরেকটি চমৎকার জুটিতে দলকে দুইশ রানের কাছে নিয়ে যান বাবর ও সরফরাজ। ২৪ বলে ৪১ রান করে অধিনায়কের বিদায়ে ভাঙে জুটি। ২৯ বলে ৫টি চার ও একটি ছক্কায় বাবরের অপরাজিত ৫০ রানে দুইশ ছাড়ায় পাকিস্তানের সংগ্রহ।

নিউ জিল্যান্ডের বেন হুইলার ৩৬ রানে নেন ২ উইকেট।

বড় রান তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউ জিল্যান্ডের। নবম ওভারে ৬৪ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে বিশের ঘরে যান কেবল ওপেনার মার্টিন গাপটিল।

১ রান করে আমিরের বলে এলবিডব্লিউ হন কলিন মানরো। রুম্মন রাইস গোল্ডেন ডাকের স্বাদ দেন অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

মিডল অর্ডারের দৃঢ়তায় পরাজয়ের ব্যবধান কমায় নিউ জিল্যান্ড। ২৮ বলে সর্বোচ্চ ৩৭ রান করা মিচেল স্যান্টনারকে ফেরান আমির। ২০ বলে ২০ রান করা হুইলারকে বোল্ড করেন হাসান আলি।

দ্রুত স্বাগতিকদের ইনিংসের লেজ মুড়ে দেন আশরাফ। ২২ রানে ৩ উইকেট নিয়ে তিনি পাকিস্তানের সেরা বোলার। আমির ২ উইকেট নেন ২৮ রানে।  

আগামী রোববার মাউন্ট মঙ্গানুইয়ে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ২০১/৪ (ফখর ৫০, শেহজাদ ৪৪, বাবর ৫০*, সরফরাজ ৪১, আশরাফ ০, হাসান ৬*; বোল্ট ০/৩৭, র‌্যান্স ১/৪৭, হুইলার ২/৩৬, সোধি ০/৩২, স্যান্টনার ০/৩০, ডি গ্র্যান্ডহোম ১/১৮)

নিউ জিল্যান্ড: ১৮.৩ ওভারে ১৫৩ (গাপটিল ২৬, মানরো ১, উইলিয়ামসন ০, ব্রুস ১১, ফিলিপস ৫, ডি গ্র্যান্ডহোম ১০, স্যান্টনার ৩৭, হুইলার ৩০, সোধি ১৫, র‌্যান্স ১, বোল্ট ০*; আমির ২/২৮, রাইস ১/২৭, আশরাফ ৩/২২, হাসান ১/২৭, শাদাব ২/৩৭)

ফল: পাকিস্তান ৪৮ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ফখর জামান