সুযোগ পেতে পারেন আবুল হাসান

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন দুজন বাঁহাতি স্পিনার, শ্রীলঙ্কার বিপক্ষে চার পেসার। টুর্নামেন্টের শুরু থেকেই নেওয়া আগের পরিকল্পনাতেই অটুট থাকতে চায় বাংলাদেশ। আগের ম্যাচে ব্যাট-বলে আলো ছড়ালেও তাই হয়ত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে বাইরে থাকতে হবে সানজামুল ইসলামকে। চতুর্থ পেসার হিসেবে এবার মোহাম্মদ সাইফ উদ্দিন নয়, সম্ভাবনায় এগিয়ে আবুল হাসান রাজু।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2018, 01:20 PM
Updated : 24 Jan 2018, 01:20 PM

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে খুব বেশি কিছু করার ছিল না সাইফ উদ্দিনের। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে অপরাজিত ছিলেন ৬ রানে। বোলিং করতে পেরেছিলেন কেবল ২ ওভার। আরেকটা সুযোগের দাবি তিনি করতেই পারেন।

তবে সুযোগের প্রশ্নেই আপাতত এগিয়ে আবুল হাসান। মূলত নির্বাচকদের দিক থেকেই চাওয়াটা ছিল। দীর্ঘদিন পর দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডারকে একটু বাজিয়ে দেখতে চান তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিই সেটির শেষ সুযোগ।

২০১২ সালে ওয়ানডে অভিষিক্ত আবুল হাসান ৬ ওয়ানডে খেলে এখনও উইকেটের মুখ দেখেননি। সেই খরা কাটানোর সুযোগ এবার। বাইরে থাকার সময়টাতে ব্যাটিংয়ে উন্নতির প্রমাণ রেখেছেন ঘরোয়া ক্রিকেট। সেটি এবার আরও বড় পরিসরে দেখানোর সুযোগ।

সানজামুল সুযোগ পাওয়া দুটি ম্যাচে যথেষ্টই ভালো করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১০ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। পরের ম্যাচে ব্যাট হাতে ১৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পর ১০ ওভারে ২৮ রানে নিয়েছেন ২ উইকেট। তবে ট্যাকটিক্যাল কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে তাকে খেলানো হচ্ছে না। লঙ্কানদের ব্যাটিং অর্ডারে প্রথম ছয়-সাতের চার জনই বাঁহাতি ব্যাটসম্যান।

শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন অবধারিতই। চোট পাওয়া কুসল পেরেররা পরিবর্তে খেলবেন আরেক বাঁহাতি দানুশকা গুনাথিলাকা।