সাকিবও ম্যাচ সেরার যোগ্য: তামিম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2018 10:10 PM BdST Updated: 23 Jan 2018 10:31 PM BdST
টানা তিন ম্যাচে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান সাকিব আল হাসান ও তামিম ইকবালের। প্রথম দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন অলরাউন্ডার সাকিব। এবার পেলেন তামিম। বাঁহাতি এই ওপেনার মনে করেন, এই ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেতে পারতেন সাকিব।
Related Stories
তিন ম্যাচেই ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েছেন সাকিব। টানা তিনটি ফিফটি করেছেন তামিম।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তামিম অপরাজিত থাকন ৮৪ রানে। ৪৩ রানে ৩ উইকেট নেন সাকিব। পরে করেন ৩৭ রান। বাঁহাতি এই স্পিনার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
শ্রীলঙ্কার বিপক্ষে আবার তামিম করেন ৮৪। এবার ব্যাটিংয়ে আরও উজ্জ্বল সাকিব। খেলেন ৬৭ রানের দারুণ ইনিংস। পরে ৪৭ রানে নেন ৩ উইকেট। আবার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ রান করেন তামিম। সাকিবের ব্যাট থেকে আসে ৫১ রান। সঙ্গে ৩৪ রানে নেন ৩ উইকেট। মাশরাফি বিন মুর্তজার পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টানা তিন ম্যাচে পেতে পারতেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। তবে এবার বেছে নেওয়া হয় তামিমকে। তবে এই ওপেনার ম্যাচ সেরার পুরস্কারকে বড় করে দেখতে রাজি নন। তার কাছে গুরুত্বপূর্ণ দলের জয়ে অবদান রাখা।
“আগেও বলেছি, আমি পুরস্কার চাই না, স্বীকৃতি চাই। আজও (ম্যাচ সেরার পুরস্কার নিয়ে) আমার ও সাকিবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। কারণ, সেও হাফ সেঞ্চুরি করে এবং শুরুতেই দুটি উইকেট তুলে নেয়। ম্যাচ সেরার পুরস্কার যদি ওর কাছেও যেত আমি মন খারাপ করতাম না। কারণ, আমি মনে করি সেও সমানভাবে এটার যোগ্য।”
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
-
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
-
সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ