‘সাব্বিরের দুর্ভাগ্য, নাসির হতাশ’

ধসে বাঁধ দিতে পারেননি সাব্বির রহমান, নাসির হোসেন। আসা-যাওয়ার মিছিলে মিলে যান দুই তরুণই। তামিম ইকবাল মনে করছেন, জিম্বাবুয়ে ম্যাচে সুযোগ হাতছাড়া করেছেন তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 04:04 PM
Updated : 23 Jan 2018, 04:30 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে ২৩ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ, যাদের মধ্যে আছেন সাব্বির ও নাসির। মিডল অর্ডারের এই দুই ব্যাটসম্যানকে ফেরান পেসার কাইল জার্ভিস।

শর্ট বল পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্রেইগ আরভিনের দুর্দান্ত ক্যাচে ফিরেন সাব্বির। খোঁচা মেরে দৃষ্টিকটু আউট হয়ে ফিরেন নাসির। ব্যর্থ দুই সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ম্যাচ সেরা তামিম।

“এই ধরনের সুযোগের জন্য সব খেলোয়াড় অপেক্ষা করে। আজকে তাদের সামনে একটা সুযোগ ছিলো। আমার মনে হয়, সাব্বির দুর্ভাগা। কারণ, অসাধারণ ক্যাচ ছিলো তার। তার শটে আমি খারাপ কিছুই দেখিনি।”

“নাসির হয়তো হতাশ। পরের ম্যাচগুলোতে হয়তো রান পাবে এবং নিজের আত্মবিশ্বাস ফিরে পাবে।”