ব্যাটিং ধসের দায় নিজেকেই দিলেন তামিম

দলের সর্বোচ্চ রান তার। দলের জয়ের অন্যতম নায়ক তিনি। কিন্তু একটি জায়গায় নিজেকেই খলনায়ক মানছেন তামিম ইকবাল। দলের ব্যাটিং ধসের দায়ে নিজেকেই তুলছেন কাঠগড়ায়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 03:55 PM
Updated : 23 Jan 2018, 04:32 PM

মঙ্গলবার জিম্বাবুয়েকে ৯১ রানের হারানোর ম্যাচে বাংলাদেশের হতাশার জায়গা ওই ব্যাটিং ধসই। ২ উইকেটে ১৪৭ রান থেকে ৮ ওভারের মধ্যে দল হারায় ২৩ রানে ৬ উইকেট।

ধসের সূচনা মুশফিকুর রহিমের আউটে। এর পর আউট হয়েছেন মাহমুদউল্লাহ। তামিম তৃতীয়। তবে দায়িত্বটা তার বেশি ছিল বলেই নিজের দায়ও দেখছেন বেশি।

“আমি নিজেকে দায় দেব। কারণ আমি ১০০ বল খেলে ফেলেছিলাম ওই সময়ে। সিনিয়র হিসেবে তখন আমার দায়িত্ব ছিল অন্তত ৪৫ ওভার পর্যন্ত খেলে আসা। সে সময় আমাদের দুটি উইকেট, রিয়াদ ভাই-মুশফিক আউট হলো... আসলে যে কোনো নতুন ব্যাটসম্যানের জন্যই ওই উইকেটে গিয়ে ব্যাট করাটা খুব কঠিন। ক্রিমারের বল একটা স্পিন করছে, আরেকটা সোজা চলে যাচ্ছে। সব মিলিয়ে খুব কঠিন ছিলো তাকে খেলা।”

“আরও ৬ ওভার যদি শুধু এক রান করে নিতে পারতাম, তাহলে এটা হতো না। নতুনদের জন্য খেলা কঠিন ছিল। আমি অথবা সাকিব যদি ৪৫ ওভার পর্যন্ত খেলতে পারতাম, তাহলে হয়তো এই ধসটা হতো না।”

৮ উইকেটে ১৭০ থেকে শেষ তিন ব্যাটসম্যানের সৌজন্যে বাংলাদেশ করতে পারে ২১৬। জিম্বাবুয়ে যেতে পারেনি সেই স্কোরের ধারেকাছেও।