বাংলাদেশের দিকে তাকিয়ে জিম্বাবুয়ে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2018 08:49 PM BdST Updated: 23 Jan 2018 10:31 PM BdST
নিজেদের ভাগ্য নিজেদের গড়ার সুযোগ ছিল। কিন্তু টানা দুই ম্যাচ হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে জিম্বাবুয়ে। আশা বেঁচে আছে এখন কেবল বাংলাদেশের ওপর। ফাইনাল খেলতে তারা তাকিয়ে বাংলাদেশের দিকেই।
Related Stories
ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার বাংলাদেশের কাছে ৯১ রানে হেরেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও তারা হেরে গেছে পরের দুই ম্যাচে। চার ম্যাচে এক জয়ে তাদের পয়েন্ট এখন চার। তিন ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্টও সমান। তবে রান রেটে এগিয়ে লঙ্কানরা।
বৃহস্পতিবার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই ফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলে রান রেটে এগিয়ে গিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা আছে জিম্বাবুয়ের।
জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস ম্যাচ শেষে জানালেন, তারা অপেক্ষায় থাকবেন বাংলাদেশের দারুণ কিছুর।
“এখন পুরোটাই নির্ভর করছে রান রেটের ওপর। আশা করি পরের ম্যাচে বাংলাদেশের আনুকূল্য আমরা পাব। যদিও অন্য দলের ওপর ছেড়ে দেওয়া আমাদের ঠিক হয়নি। নিজেদের কাজটা করা উচিত ছিল। এখন পরের ম্যাচে শুভ কামনা জানাচ্ছি বাংলাদেশকে।”
বাংলাদেশের বিপক্ষে এদিন দারুণ বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন জার্ভিস। অধিনায়ক গ্রায়েম ক্রিমার নিয়েছেন ৪টি। বাংলাদেশকে ২১৬ রানেই বেঁধে ফেলেছিল জিম্বাবুয়ে। কিন্তু তার পরও বড় ব্যবধানে হেরেছে তারা ব্যটিং ব্যর্থতায়। সেই হতাশা ঝরল জার্ভিসের কণ্ঠে।
“খুবই হতাশ আমরা। আমার মনে হয়, শেষের দিকের দুয়েকটি ওভার ছাড়া বোলিংয়ে আমরা ছিলাম দুর্দান্ত। ২১৭ রান করার মতই ছিল। আমরা ভালো অবস্থানে ছিলাম। কিন্তু দ্রুত ৩ উইকেট হারানোর পর ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে। আমার মনে হয় ব্যাটসম্যানদের কয়েকজনের কঠিন আত্মজিজ্ঞাসার প্রয়োজন।”
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা