‘মুস্তাফিজের ব্যাটিং অনুশীলন কাজে লেগেছে’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2018 08:26 PM BdST Updated: 23 Jan 2018 10:31 PM BdST
এক সময় দুইশ নিয়েই ছিল টানাটানি। লোয়ার অর্ডারদের সৌজন্যে শেষ পর্যন্ত বাংলাদেশ করতে পারে ২১৬, যা ড্রেসিং রুমে বইয়ে দেয় আত্মবিশ্বাসের হাওয়া। লেজের ব্যাটসম্যানদের সেই অবদানে দারুণ খুশি মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক আলাদা করে বললেন মুস্তাফিজুর রহমানের কথা।
Related Stories
গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ব্যাটিং উপদেষ্টা করে আনা হয়েছিল মার্ক ও’নিলকে। তার মূল কাজ ছিল লোয়ার অর্ডারদের ব্যাটিং নিয়ে কাজ করা। এই ত্রিদেশীয় টুর্নামেন্টের আগেও অনুশীলনে প্রচুর গুরুত্ব দেওয়া হয়েছে লোয়ার অর্ডার ব্যাটিংকে। মুস্তাফিজ-রুবেলরা অনেক সময় কাটিয়েছেন নেটে।
সেটি কিছুটা ফল দিয়েছে মঙ্গলবার। ২৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান হয়ে গিয়েছিল ৮ উইকেটে ১৭০। ক্রিজে ছিল না স্বীকৃত কোনো ব্যাটসম্যান। কিন্তু শেষ তিন ব্যাটসম্যান মিলে দলকে এনে দেন আরও ৪৬ রান।
১৯ রান করেছেন সানজামুল। আগের ২৪ ওয়ানডে মিলিয়ে যার মোট রান ছিল ১৭, সেই মুস্তাফিজ এক ইনিংসেই করেছেন অপরাজিত ১৮। শেষ ওভারে দারুণ এক ছক্কা মেরেছেন রুবেল হোসেন। ম্যাচ শেষে তাই অধিনায়কের স্তুতির আলাদা বরাদ্দ থাকল লোয়ার অর্ডারদের জন্য।
“টসের সময় আমরা ভেবেছিলাম ২৮০-৩০০ রানের উইকেট। কিন্তু উইকেট আসলে কঠিন ছিল। তামিম ও সাকিব দারুণ খেলেছে। তবে পরে দ্রুত অনেক উইকেট হারিয়েছি। আমাদের ৯, ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানরা যে ৪৫ রানের মতো যোগ করেছে, সেটি ছিল গুরুত্বপূর্ণ।”
“কোচদের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করছে লোয়ার অর্ডাররা। মুস্তাফিজ ব্যাটিং নিয়ে অনেক অনুশীলন করছে। সেটি কাজে দিয়েছে।”
৭৬ রান করে ম্যাচসেরার পুরস্কার পাওয়া তামিম ইকবালের কণ্ঠেও লোয়ার অর্ডারদের প্রশংসা। কৃতিত্ব দিলেন কোচদের।
“আমি কৃতিত্ব দেব দলের কোচিং স্টাফকে। আপনারা দেখেছেন, লোয়ার অর্ডারদের নিয়ে তারা কতটা খেটেছে। সেটিরই ফল মিলছে। লোয়ার অর্ডারদের এনে দেওয়া রানগুলোই আমাদের ম্যাচে রেখেছে।”
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
-
ছক্কার সেঞ্চুরিতে গিলক্রিস্টকে ছুঁয়ে ম্যাককালামের কাছে স্টোকস
-
৫ বছর পর বাদ পড়লেন মুমিনুল
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- পদ্মা সেতু: এক নজরে
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট