কুসল পেরেরাকেও হারাল শ্রীলঙ্কা

চোট নিয়ে আগেই দেশে ফিরে গেছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে থাকা শ্রীলঙ্কার জন্য এবার আরেকটি ধাক্কা। সাইড স্ট্রেইন নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ফর্মে থাকা ব্যাটসম্যান কুসল পেরেরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 11:24 AM
Updated : 23 Jan 2018, 11:24 AM

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় শরীরের এক পাশে টান লাগে পেরেরার। সেটি নিয়েই চালিয়ে গেছেন ব্যাটিং। পরে চিকিৎসক পরামর্শ দিয়েছেন বিশ্রামের। তাই আর খেলতে পারবেন না টুর্নামেন্টে। ওই ম্যচে ৪৯ রান করেছিলেন পেরেরা। প্রথম ম্যাচে করেছিলেন ৮০।

ম্যাথিউসের পরিবর্তে কাউকে বাংলাদেশে পাঠানো হয়নি। তবে পেরেরার বদলে সুযোগ পাচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা। সবশেষ ভারত সফরে তার দারুণ সেঞ্চুরিতে শেষ টেস্টে ড্র করেছিল শ্রীলঙ্কা। পরে ঊরুর চোটে ছিটকে যান ওয়ানডে সিরিজ থেকে।

২৬ বছর বয়সী ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেছেন ১৭টি ওয়ানডে। ফিফটি করেছেন ৩টি। তুলনায় অনেক ভালো শুরু করেছেন টেস্টে। ১১ টেস্টে করেছেন ৩টি সেঞ্চুরি।

বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।