সবার আগে ৬ হাজারে তামিম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2018 02:36 PM BdST Updated: 23 Jan 2018 10:33 PM BdST
বাংলাদেশের ব্যাটিং রেকর্ডের প্রায় সবই তার। আরেকটি মাইলফলকেও তামিম ইকবাল পৌঁছে গেলেন সবার আগে। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে স্পর্শ করেছেন ৬ হাজার রান।
Related Stories
ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নতুন এই উচ্চতায় পা রাখলেন তামিম। মাইলফলক ছুঁতে এদিন প্রয়োজন ছিল ৬৬। টুর্নামেন্টে টানা তৃতীয়বার পঞ্চাশ ছাড়িয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়।
ওয়ানডেতে রানে একসময় তুমুল লড়াই ছিল তামিম ও সাকিব আল হাসানের। তবে গত বছর তিনেকের দুর্দান্ত ধারাবাহিকতায় এখন অনেকটাই এগিয়ে তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ৫১ রানে আউট হওয়া সাকিব দুইয়ে আছেন ৫ হাজার ২৩৫ রান নিয়ে।
বাংলাদেশের হয়ে ৫ হাজার রান নেই আর কারও। ৪ হাজারও আছে কেবল আর মুশফিকুর রহিমের। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শুরু করেন ৪ হাজার ৬৫২ রান নিয়ে।
১৭৫ ইনিংসে তামিম করলেন ৬ হাজার। গত কয়েক বছরে তার অসাধারণ ধারাবাহিকতার প্রমাণ মেলে ওয়ানডে রানের পথচলাতেও। ৩ হাজার ছুঁতে লেগেছিল ১০২ ইনিংস। পরের ৩ হাজার করলেন ৭৩ ইনিংসেই।
২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪ হাজার স্পর্শ করেছিলেন তামিম। সেখান থেকে পরের ২১ ইনিংসে স্পর্শ করেন ৫ হাজার। পরের হাজার রান করলেন ১৭ ইনিংসেই।
১২৩ ইনিংসে ৬ হাজার করে দ্রুততম ৬ হাজারের বিশ্বরেকর্ড হাশিম আমলার।
-
আড়ালের ছবিগুলো হৃদয় গহীনেই রাখছেন লিটন
-
মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
-
‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
-
সমালোচনাকে আর পাত্তা দেন না লিটন
-
মুশফিকের সঙ্গে জুটির রসায়ন নিয়ে লিটন
-
প্রচুর অনুশীলন করে সফল রাজিথা
-
‘যেখানে আছি, ভালো আছি’, ব্যাটিং পজিশন নিয়ে লিটন
-
ইবাদত, খালেদকে আরও দায়িত্ব নিতে বললেন লিটন
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে