জয়াসুরিয়াকে ছাড়িয়ে তামিমের রেকর্ড

দুটি মাইলফলকে চোখ রেখে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। প্রথমটি পেরিয়ে গেছেন তিনি। ওয়ানডেতে এক মাঠে সর্বোচ্চ রানের রেকর্ড এখন বাঁহাতি এই ওপেনারের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2018, 07:39 AM
Updated : 23 Jan 2018, 04:33 PM

তামিম কেড়ে নিয়েছেন আরেক বাঁহাতি ওপেনার সনাথ জয়াসুরিয়ার রেকর্ড। ১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচ খেলেন শ্রীলঙ্কার এই বিস্ফোরক ব্যাটসম্যান। ৭০ ইনিংসে ৩৮.৬৭ গড়ে করেন ২ হাজার ৫১৪ রান।

রেকর্ড গড়তে জিম্বাবুয়ের বিপক্ষে ৪২ রান প্রয়োজন ছিল তামিমের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৪তম ওভারে ওই রান ছুঁয়ে ফেলেন তিনি।

জয়াসুরিয়াকে ছাড়িয়ে যেতে তামিমের লেগেছে ৭৩ ইনিংস।

ওয়ানডেতে এক মাঠে দুই হাজারের বেশি রান আছে আট ব্যাটসম্যানের। তামিম ছাড়া এই তালিকায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।