জুনায়েদের সেঞ্চুরি, রাজ্জাকের ৬ উইকেট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2018 08:12 PM BdST Updated: 22 Jan 2018 08:13 PM BdST
জুনায়েদের সেঞ্চুরি আর ধীমান ঘোষ ও তাইজুল ইসলামের ফিফটিতে প্রথম ইনিংসে চারশ ছাড়ানোর স্কোর গড়েছে উত্তরাঞ্চল। ৬ উইকেট নিয়েছেন দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক।
ক্যারিয়ারে ৩১তম বারের মতো পেলেন পাঁচ রাজ্জাক। আগের দিন ৩ উইকেট নেওয়া অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় দিন নেন আরও ৩ উইকেট।
বিসিএলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ২ উইকেটে ১২৫ রান। দলটি এখনও পিছিয়ে ২৮৩ রানে।
টেস্টের প্রস্তুতির জন্য ওয়ানডে দল থেকে ছেড়ে দেওয়া ইমরুল কায়েস অপরাজিত ৫৮ রানে। তুষার ইমরান খেলছেন ২৩ রানে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে গড়েছেন ৪৫ রানের জুটি।
শুরুতেই শাহরিয়ার নাফীসকে হারায় দক্ষিণাঞ্চল। থিতু হয়ে ফিরেন আরেক ওপেনার সৌম্য সরকার। ৬টি চারে ২৯ রান করে আরিফুল হকের বলে ধরা পড়েন নাজমুল হোসেন শান্তর হাতে।

এর আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৩ উইকেটে ২১৪ রান নিয়ে সোমবারের খেলা শুরু করে উত্তরাঞ্চল। শুরুতে তাদের বড় একটা ধাক্কা দেন কামরুল ইসলাম রাব্বি। এই পেসার পরপর দুই ওভারে ফিরিয়ে দেন নাঈম ইসলাম ও জহুরুল ইসলামকে।
ধীমানের সঙ্গে ৯০ রানের জুটিতে প্রতিরোধ গড়েন জুনায়েদ। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধীমানকে ফিরিয়ে দেন আল আমিন হোসেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বাদশ সেঞ্চুরি পাওয়া জুনায়েদের প্রতিরোধ ভাঙেন রাব্বি। বাঁহাতি ওপেনার ২৩৮ বলে ১৩টি চার ও দুটি ছক্কায় ফিরে যান ১৩৭ রান করে।
শেষের দিকে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে তাইজুলের ফিফটির ওপর ভর করে ৪০৮ পর্যন্ত যায় উত্তরাঞ্চলের সংগ্রহ। শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৫০ বলে ৯টি চার ও একটি ছক্কায় তাইজুল করেন ৫৪ রান করে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় ফিফটি।
১০৭ রানে ৬ উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের সেরা বোলার রাজ্জাক। রাব্বি ৩ উইকেট নেন ১২২ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১০৬.২ ওভারে ৪০৮ (মিজানুর ১০৬, জুনায়েদ ১৩৭, শান্ত ০, ফরহাদ ০, নাঈম ২৬, জহুরুল ২, ধীমান ৬৫, আরিফুল ৬, তাইজুল ৫৪, শফিউল ৬, শুভাশিস ২*; দেলোয়ার ০/৩৬, আল আমিন ১/৫৬, রাব্বি ৩/১২২, রাজ্জাক ৬/১০৭, সৌম্য ০/২০, মোসাদ্দেক ০/৬৬)
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৮ ওভারে ১২৫/২ (শাহরিয়ার ১৪, সৌম্য ২৯, ইমরুল ৫৮, তুষার ২৩*; শফিউল ১/২৯, শুভাশিস ০/২৮, তাইজুল ০/১৫, নাঈম ০/১২, আরিফুল ১/৪০)
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’