খুব ভালোভাবে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব: সাকিব

ত্রিদেশীয় সিরিজে প্রথম থেকেই বাংলাদেশের লক্ষ্য শিরোপা। দুই ম্যাচ বাকি রেখেই ফাইনাল নিশ্চিত করা দলটির নজর এখন কেবল শিরোপার দিকে। সাকিব আল হাসান মনে করছেন, নিজেদের সেরাটা ধরে রাখতে পারলে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 03:55 PM
Updated : 19 Jan 2018, 04:14 PM

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ২০১০ সালের ডিসেম্বরের পর দেশের মাটিতে কোনো ওয়ানডেতে হারেনি তারা। ১২৯ বল হাতে রেখে ১৭১ রানের লক্ষ্য তাড়া করে জেতা মাশরাফি বিন মুর্তজার দল পায় বোনাস পয়েন্ট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারায় বাংলাদেশ। ওয়ানডেতে এটাই তাদের সবচেয়ে বড় ব্যবধানে জয়। বাংলাদেশের  ৩২০ রান তাড়ায় ১৫৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। আরেকটি বোনাস পয়েন্টে দুই ম্যাচ হাতে নিয়ে ফাইনাল নিশ্চিত করে মাশরাফি-সাকিবের দল। 

রোববার জিম্বাবুয়ের কাছে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১২ রানে হারে দলটি। সাকিবের কাছে দুই দলই সমান।

“ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে সব সময় কাউকে এগিয়ে রাখা কঠিন ব্যাপার। কারণ, ওই দিনে কে ভালো খেলবে সেটা বলা মুশকিল। কাউকে এগিয়ে রাখা কিংবা পিছিয়ে রাখার ব্যাপার এখানে না।”

“আমাদের কাজ থাকবে, কিভাবে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি। যেভাবে আমরা শেষ দুটি ম্যাচ খেলেছি, সেভাবে পরের ম্যাচগুলোতে খেলতে পারলে আমাদের পক্ষে খুব ভালোভাবেই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভব।”

ব্যাটে-বলে অবদান রেখে বাংলাদেশের দুই জয়ে সবচেয়ে বড় অবদান সাকিবের। দুই ম্যাচেই তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।