-
টানা দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠলেন তামিম ইকবাল। শুরুতে ধীরে-সুস্থে খেলা বাঁ-হাতি ব্যাটসম্যান পরে রানের গতি বাড়ান। খেলেন ৮৪ রানের আত্মবিশ্বাসী ইনিংস।
-
তিন নম্বরে ব্যাট করতে নেমে এবারও সফল সাকিব আল হাসান; খেলেন ৬৭ রানের দারুণ ইনিংস।
-
দ্বিতীয় উইকেটে তামিম-সাকিবে ৯৯ রানের জুটি পায় বাংলাদেশ।
-
মুশফিকুর রহিম শুরু থেকেই ছিলেন মারমুখী; ৫২ বলে করেন ৬২।
-
কুশল পেরেরাকে বোল্ড করে শ্রীলঙ্কার ইনিংসে প্রথম আঘাত হানা নাসির হোসেনের উল্লাস।
-
আরও একটি উইকেটের পতন। শিকারি মাশরাফিকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।
-
দারুণ এক ডেলিভারিতে নিরোশান ডিকভেলাকে বোল্ড করা মুস্তাফিজুর রহমানকে অভিনন্দন সতীর্থদের।
-
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সমর্থকদের উল্লাস ছিল বাঁধ ভাঙ্গা।
-
জয়ের পর শ্রীলঙ্কার বর্তমান ও নিজেদের সাবেক কোচ চন্দিকা হাতুরুসিংহের সঙ্গে করমর্দন বাংলাদেশের খেলোয়াড়দের।
-
রেকর্ড গড়া জয়ের আনন্দে মাঠ ছাড়ছে বাংলাদেশ দল।
-
জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষেও ম্যাচ সেরা সাকিব।
লঙ্কান বোলারদের উপর ছড়ি ঘোরালেন তামিম-সাকিব-মুশফিক। বড় স্কোরের শক্ত ভিত পেয়ে জ্বলে উঠলেন বোলাররা। তাতে ধরা দিল নিজেদের ওয়ানডে ইতিহাসে ১৬৩ রানের রেকর্ড জয়। ছবি: বিসিবি ও আইসিসি